মানিক দাস ॥ মহান সাধক পুরুষ লোকনাথ ব্রহ্মচারীর ১৩১ তম তিরোধান দিবস পালন করা হয়েছে। ৩ জুন ১৯ জ্যৈষ্ঠ বৃহস্পতিবার দিবসটি পালন করা হয় স্বাস্হ্যবিধি মেনে। বৈশ্বিক মহামারি করোনার কারণে চাঁদপুরের প্রতিটি লোকনাথ মন্দিরে সীমিত ভাবে তিরোধান দিবসের পূজার্চনা করা হয়। তেমনি চাঁদপুর শহরের নতুন বাজার প্রতাপ সাহা রোড লোকনাথ মন্দির ও পুরাণবাজার লোকনাথ মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এ তিরোধান দিবসের উৎসব পালন করা হয়েছে।
চাঁদপুর শহরের নতুন বাজার প্রতাপ সাহা রোড লোকনাথ মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৯ জ্যৈষ্ঠ ৩ জুন ১৩১ তম তিরোধান দিবস উপলক্ষে সকাল থেকে পুজা অর্চনা করা হয়। সকালে পূজা, বাল্যভোগ ও দুপুরে রাজ ভোগ দেয়া হয়।ভোগ শেষে উপস্হিত ভক্তদের মাঝে স্বাস্হ্য বিধি মেনে প্রসাদ বিতরন করা হয়।প্রতাপ সাহা রোড লোকনাথ মন্দিরে তিরোধান উৎসবের সর্বাত্রক ভাবে সাহায্য সহযোগিতা ও পূজার কাজে ছিলেন দিলিপ সাহা, রানা সাহা, রনজিত সাহা মুন্না, সেন্টু সাহা সহ এলাকার সকল বয়সী ভক্ত গন।
একই ভাবে পুরাণবাজার হরিসভা মন্দির কমপ্লেক্স সংলগ্ন লোকনাথ ব্রহ্মচারীর মন্দিরেও স্বাস্থ্যবিধি মেনে পুজা অর্চনা করা হয়।