মানিক দাস // চাঁদপুর নৌ-সীমানার ভেতর সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ ধরার অপরাধে গত ২৪ ঘন্টায় ১৭ এপ্রিল শনিবার পর্যন্ত ৪শ ৫৮টি অভিযান ও ৯০টি মোবাইল কোর্ট পরিচালনা করে।এতে ২শ ৩৬ জন অসাধু জেলের জেল জরিমানা করেছে জেলা টাস্কফোর্স। অভিযান চলবে আগামি ৩০ এপ্রিল পর্যন্ত । এসব অভিযান মৎস্য বিভাগ ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের দিক-নির্দেশনায় পরিচালনা করছেন ম্যাজিস্ট্রেট,নৌ পুলিশ,কোষ্টগার্ড এবং মৎস্য বিভাগ।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়,অভিযান শুরু থেকে ১৭ এপ্রিল পর্যন্ত আইন অমান্য করে জাটকা ধরার অপরাধে ৮ লাখ ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা-উপজেলা টাস্কফোর্স এর নিয়মিত এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনারগণ এসব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আরও জানা যায়, জেলা ট্রাস্কফোর্সের নিয়মিত অভিযানকালে জাটকা জব্দ হয়েছে ৩০.২শ ৬৭ মে.টন জাটকা জব্দ হয়েছে। নিষিদ্ধ কারেন্টজাল জব্দ হয়েছে ১০৩. ০৯০ লাখ মিটার এবং অন্যান্য জাল ৬৯ টি ।
জব্দকৃত এসব জালের আনুমানিক মূল্য ২০ কোটি ৬১ লাখ ৮ হাজার টাকা। মামলার হয়েছে ২শ ২৯ টি । এ ব্যপারে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো.আসাদুল বাকী বলেন, ‘অসাধু জেলেদের কোনভাবেই জাটকা শিকার হতে দমিয়ে রাখা যাচ্ছে না। বৈরি আবহাওয়ার মধ্যেও তারা নদীতে জাটকা শিকারে নেমে পড়ছে বলে অভিযোগ পাচ্ছি। তবুও আমরা জেলা টাস্কফোর্সের নেতৃত্বে নদীতে অভিযান চালিয়ে যাচ্ছি।
জাটকা নিধনকারী চক্রের বিরুদ্ধে আগামি ৩০ এপ্রিল পর্যন্ত আমাদের এ অভিযান চলমান থাকবে।’ প্রসঙ্গত, নিষেধাজ্ঞার এ সময়ে জাটকা আহরন,পরিবহন, মজুদ,ক্রয়-বিক্রয় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে সরকার। তবুও কতিপয় অসাধু চক্র নদীতে জাটকা নিধন করতে নানা অপকৌশল ব্যবহারে করেছে।