২২ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমান এর সার্বিক দিকনির্দেশনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের পরিদর্শক তাজুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনী চাঁদপুর সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ লোকমান হোসেন সহ ২০ সেনা সদস্য এবং জেলা পুলিশের সমন্বয়ে গঠিত রেইডিং টিম চাদঁপুর সদর থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ব্যাংক কলোণীর মোঃ জিসান মোল্লা (২২) কে ১০ (দশ) পিছ ইয়াবা সহ আটক করেছে।
অতঃপর চাঁদপুর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) এর সারণি ১০ (ক) ধারায় পরিদর্শক জনাব মোঃ তাজুল ইসলাম বাদী হয়ে ১টি নিয়মিত মামলা দায়ের করেন।
চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক পৃথক তিনটি অভিযানে মাদকসহ তিন জনকে আটক করা হয়েছে।
গত ২১ মে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক তরিকুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনী চাঁদপুর সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ জিয়াউল হক সহ ১৫ জন সেনা সদস্য এবং জেলা পুলিশ এর সমন্বয়ে গঠিত রেইডিং টিম চাদঁপুর থানার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় সাহেব বাজার (বেপরী বাড়ী)মোঃ নাজিম উদ্দিন (৩০)কে ৫০ পিছ ইয়াবা সহ মাদকবিক্রয় কাজে ব্যবহারিত একটি মোবাইলসহ আটক করা হয়। তার বিরুদ্ধে চাঁদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬ (১) এর সারণি ১০ (ক) একই আইনের ২৬ (১) ধারায় উপ- পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম বাদী হয়ে ১টি নিয়মিত মামলা দায়ের করেন।
অপরদিকে একই দিন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অমৃত দেব নাথের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী চাঁদপুর সেনা ক্যাম্প ও জেলা পুলিশ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের চাঁদপুরের সহকারী পরিচালক মুঃ মিজানুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়ের উপ-পরিদর্শক মোঃ তরিকুল ইসলাম সমন্বয়ে গঠিত রেইডিং টীম চাদঁপুর সদর থানাধীন বড় স্টেশন দর্জি বাড়ীর মোহাম্মদ হোসেন (৫৫),কে কাগজে মোড়ানো ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা এবং গাঁজা সেবনে ব্যবহৃত মাটির কলকি ১টি ও কাচি ১টি সহ আটক করা হয়।এ বিষয়ে উপ-পরিদর্শক জনাব মো: তরিকুল ইসলাম প্রসিকিউসন রিপোর্ট দাখিল করলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে আসামিকে ১৫(পনেরো) দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০(একহাজার) টাকা অর্থ দন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেন।