চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুর নৌ থানার নবাগত অফিসার ইনচার্জ হিসেবে মোঃ কামরুজ্জামান যোগদান করেছেন। ৮ মার্চ মঙ্গলবার দুপুরে তিনি যোগ দিয়েছেন।
নবাগত ওসি মোঃ কামরুজ্জামান কুমিল্লার ব্রাহ্মনপারা এলাকার বাসিন্দা। তিনি কর্মজীবনে সফলতার সহিত দায়িত্ব পালন করে আসছেন। তার পূর্ববর্তী কর্মস্থল ছিলো লক্ষীপুরের রামগতি এলাকার বড়খেড়ি নৌ পুলিশ স্টেশন। সেখানি তিনি ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তবে কোন নৌ থানার ওসি হিসেবে চাঁদপুর নৌ থানাই তার প্রথম কর্মস্থল।
চাঁদপুর নৌ থানায় ওসি হিসেবে যোগদান করে মোঃ কামরুজ্জামান বলেন, নৌ পথে মাদক পাচার প্রতিরোধ নদী পথে আইন-শৃঙ্খলা রক্ষায় আমি অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করছি।