সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৬:১১ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
Казино без необходимости идентификации в 2025 году Безопасные интернет-казино с мгновенными транзакциями и бонусными предложениями. Наилучшие казино с выгодными бонусами Каким способом онлайн-казино приманивают пользователей с помощью соревнований বাবা চলে যাবার আজ দুই বছর ফরিদগঞ্জে স্বামী স্ত্রীর ঝগড়া //গায়ে  কেরোসিন তেল ঢেলে আগুন দিয়ে দু সন্তানের জননীর আত্মহত্যার চেষ্টা  জিপিএ ৫ এ সেরা চাঁদপুর সরকারি মহিলা কলেজ // জিপিএ ৫  পেয়েছে ২৭৬ জন // মতলব দক্ষিণে একটি কলের কেউ পাশ করেনি  বিএন‌পি আ‌য়ো‌জিত সাংস্কৃ‌তিক উৎস‌বে ৫ শতা‌ধিক শিশু-‌কি‌শোর‌দের অংশগ্রহ‌ণে ছ‌বি আঁকা প্রতি‌যো‌গিতা বর্ণাঢ্য আয়োজনে চাঁদপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপযাপিত চাঁদপুরে এসির মাল চুরি করে ধরা পড়েই পুলিশকে হুমকি

চাঁদপুর পুরান বাজারে নদীভাঙ্গন রক্ষার ৫৫ হাজার বালু ভর্তি বস্তা গেলো কোথায়?

  • আপডেটের সময় : রবিবার, ৪ আগস্ট, ২০১৯
  • ২০৭ বার পঠিত হয়েছে
স্টাফ রিপোর্টারঃ চাঁদপুরের পুরান বাজারের নদী তীরে বাঁধ নির্মাণে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির একান্ত প্রচেষ্টায় অানা বরাদ্দের ৫৫ হাজার বালু ভর্তি জিয়ো ব্যাগ পানি উন্নয়ন বোর্ডের ফেলার কথা ছিলো।কিন্তু পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ওই বালু ভর্তি ব্যাগ ফেলে নদীর তীরে বাঁধ নির্মাণে কেন উদাসনতা করলো!এমন নানা গুঞ্জন ৩ আগষ্ট শনিবার হঠাৎ পুরানবাজারে নদী ভাঙ্গণ দেখা দিলে স্থানীয়রা সাংবাদিকদের ক্ষোব প্রকাশ করে জানাতে থাকে।
স্থানীয়দের ক্ষোব,চাঁদপুরের নয়নমনি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এতো কষ্ট করে এতো বড় বরাদ্দ পুরানবাজারের বাঁধ রক্ষায় এনে দিলেও তা যেন লুটপাট হয়ে গেছে।তাদের দাবি,এই পুরানবাজার এলাকার হরিসভা মন্দির প্রাঙ্গন হয়ে প্রায় ২’শ মিটার এলাকার বাঁধ নির্মাণে প্রায় ৫৬ কোটি টাকা বরাদ্দ আসে।কিন্তু পানি উন্নয়ন বোর্ড ওই বরাদ্দের কাজে চরম গাফিলতি করে লুটপাট করেছে।আর সেজন্যই এখানে আজ প্রায় ২৫ টি পরিবারের বাড়ি ঘর নদীতে বিলিন হওয়ার উপক্রম হয়েছে।
এদিকে স্থানীয়দের সাথে সুর মিলালেন চাঁদপুর দক্ষিণাঞ্চলের নদী ভাঙ্গন প্রতিরোধ সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান সহ সচেতনমহলও।তারা সাংবাদিকদের জানান,গত ১ মাস পূর্বে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডকে সতর্ক করা হয়েছিলো।যে এই পুরানবাজার হরিসভা এলাকার সামনে দিয়ে যাওয়া নদীতে প্রচন্ড স্রোত বইছে।যা যে কোন সময় এই এলাকাকে তলিয়ে নিয়ে যেতে পারে।
কিন্তু তারা এ ব্যপারে প্রস্তুত রয়েছেন বলে জানালেও কোন কাজই করেনি।তাদের পর্যাপ্ত বরাদ্দ থাকা সত্ত্বেও কেন তারা পদক্ষেপ না নিয়ে এতোগুলো মানুষের জিবনকে হুমকিতে ফেললো?তা বুজতে পারছি না।এ ব্যপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সিদ্দিকুর রহমান ঢালী জানান,কত কোটি টাকার কাজ ছিলো তা এখন বলা সম্ভব নয়।তবে ৫০ হাজার বালু ভর্তি বস্তা এখানে ফেলা হয়েছিলো।তা নদীতে তলিয়ে গেছে।এখন আপাতত প্রায় ১ হাজার বালু ভর্তি বস্তা এনে ফেলার প্রস্তুতি নিচ্ছি।
তাছাড়া আমরা স্থানীয়দের এখান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি।এদিকে পুরানবাজারের হরিসভা মন্দির কমপ্লেক্স এলাকা রাত পৌনে ৯ টা থেকে নদী গর্ভে বিলিন হয়ে যাওয়ার খবর শুনে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে আসেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লা আল মাহমুদ জামান।তিনি সাংবাদিকদের জানান,আমরা এখানকার মরন সাহা,আদি সাহা,দিপক দে এবং সম্ভু দে নামের ৪ জনের বাড়িঘর নদীতে বিলিন হওয়ার খবর পেয়েছি।তবে বাড়িঘর নদীতে গেলেও তাদের কিছু মালামালসহ তাদেরকে আমরা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় নিরাপদে সরিয়ে নিয়েছি।
তিনি সাংবাদিকদের আরো জানান,আমরা নদীর ওপারে মজুদ রাখা প্রায় ৯’শ ১০ টি বালু ভর্তি বস্তা এখানে এনে ফেলার তাৎক্ষনিক নির্দেশ দিয়েছি।এদিকে এর পরই ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ সুপার জিহাদুল কবির।তিনি সাংবাদিকদের জানান,আমরা মানুষের এই দূর্যোগ অবস্থাতে কেউ যেন আবার কোন রকমের লুটপাট বা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে না পারে।সে দিকে লক্ষ রাখতে সব রকমভাবে প্রস্তুতি নিয়ে অবস্থান নিয়েছি।মানুষের যে কোন আইনি সহয়াতা দিতে আমরা সর্বদা প্রস্তুত।
এর পরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস,ডিবি পুলিশ ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনকে হাজির হতে দেখা যায়।তবে নদী ভাঙ্গনের খবর মূহুর্তে চারদিকে ছড়িয়ে পরার ১ম থেকেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন,পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলী মাঝী,জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাড. রনজিত রায় চৌধুরী,জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি গোপাল সাহা,পৌর যুবলীগের আহ্বায়ক মালেক শেখ সহ স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
তারা ঘটনা সামাল দিতে স্থানীয় অসহায়দের বিভিন্নভাবে দিক-নির্দেশনা ও সাহায্যের হাত বাড়িয়ে দেন।তারা শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এ ব্যপারে সার্বক্ষনিক খোঁজ খবর নিচ্ছেন বলেও জানান।তবে সময় বাড়ার সাথে সাথে হরিসভা মন্দির কমপ্লেক্স প্রাঙ্গনের রাস্তার অপর পাশের নদী ভাঙ্গন ও ফাটল চিত্র ভয়াবহ আকার ধারন করতে থাকে।এ সময় স্থানীয়রা আতঙ্কিত হয়ে জড়ো হয়ে বিভিন্নভাবে ছোটাছুটি করতে থাকে।এদিকে ঘটনাস্থলে আসা চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব এরিয়ে যান।
তবে তিনি জানান,খুব অল্প সময়ের মধ্যেই এখানে নদী ভাঙ্গন ঠেকাতে বালু ভর্তি বস্তা ফেলা হবে।এর বেশি কিছু বলা সম্ভব হচ্ছে না।তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ১২ পর্যন্ত কোন বালু ভর্তি বস্তা ঘটনাস্থলে আনতে দেখা যায়নি।
উল্লেখ্য,হরিসভা মন্দির কমপ্লেক্স প্রাঙ্গনের রাস্তার অপর পাশের ভাঙ্গনের এ স্থলে জেলার বিভিন্ন স্থান থেকে আগত সনাতনধর্মালম্বিরা পবিত্র হওয়ার জন্য স্নান পূজায় অংশ নিতো।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com