মানিক দাস // চাঁদপুর পৌরসভার আয়োজনে শারদীয় দূর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল সভাপতিত্বে শারদীয় দূর্গোৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২ টায় চাঁদপুর পৌরসভার সম্মেলন কক্ষে তা অনুষ্ঠিত হয়।
এ সময় পৌর মেয়র বলেন, সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষে সাম্প্রদায়িক গোষ্ঠী ধর্মীয় বড় উৎসব গুলোকে বেচে নেয়। তাই সবাইকে শারদীয় দূর্গোৎসবে সজাগ দৃষ্টি রাখতে হবে। শারদীয় দূর্গোৎসবে পৌরসভা থেকে কন্ট্রোল রুম খোলা হবে।জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে আমরা কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষনিক যোগাযোগ রক্ষা করা হবে। অথাৎ আমরা সকলে সব সময় একত্রে থাকবো। সকল অপশক্তি রোধ করতে আমাদের কে ঐক্যবদ্ধ থাকতে হবে। নামাজের সময় যেন মণ্ডপের সাউন্ড সিস্টেম বন্ধ রাখা হয়। এ দেশে সকল উৎসব আমাদের সবার। আমরা সকল নিয়ম কানুন মেনে ধর্মীয় উৎসব পালন করবো। গতবছর ও এমনি একটি ঘটনা ঘটেছে। সিসি ক্যামেরার ফুটেজ দেখে সেই নৈরাজ্য সৃষ্টিকারীকে শনাক্ত করা হয়েছে। উৎসব উৎসবের জায়গায় থাকবে। আমরা উৎসবের জায়গায় থেকে উৎসব পালন করবো।শারদীয় দূর্গোৎসবে সুন্দর ও সুষ্ঠু ভাবে পালন করা হবে।পুরান বাজার ও ডগ লাইন হরিজন পল্লীর মন্দিরে চাঁদপুর পৌরসভা থেকে সিসি ক্যামেরা স্হাপন করে দেয়া হবে। চাঁদপুর শহরে পৌরসভা থেকে উন্নতমানের প্রায় ৩ শ সিসি ক্যামেরা স্হাপন করা হবে।আমরা পূজা চলাকালের ট্রাফিক পুলিশের পাশাপাশি স্কাউট সদস্যদের যানজট নিরসনের নিয়োগ রাখা হবে।
অন্যান্য বক্তারা বলেন, মহালয়ায় পঞ্চগড়ে একটি দূর্ঘটনা ঘটেছে আমরা তাদের আত্মার শান্তি কামনা করছি। চাঁদপুর জেলায় এ বছর ২১৯ টি পূজা হচ্ছে। চাঁদপুর পৌর এলাকায় ৩১ টি পূজা হচ্ছে। বেড়ছে ২ টি মণ্ডপ । পৌরসভা থেকে পূজা চলাকালে মণ্ডপনগুলো ক্লিনার দিয়ে পরিস্কার পরিচ্ছন্ন করা হবে। পৌর পরিষদ পূজা মণ্ডপ পরিদর্শন করবে।বিসর্জনের জন্য ডাকাতিয়া নদীর পারে একটি মঞ্চ করা হবে।যাতে সকল উদ্ধতন কর্মকর্তার উপস্থিত থাকতে পারে সেজন্য। পৌরসভা থেকে বিসর্জনের স্হানে বালু ফেলে উপযোগী করে গড়ে তুলা হবে ডাকাতিয়া নদীর পার । পূজা কিভাবে উদযাপন করতে পারি সেটা হলো বড় সমস্যা।পুরান বাজার হাসপাতাল ঘাট দিয়ে পুরান বাজারের প্রতিমা বিসর্জন দেয়া হয়। নতুন বাজার এলাকার প্রতিমা চৌধুরী ঘাট এলাকা দিয়ে বিসর্জন দেয়া হয়। এখানের নিরাপত্তার দায়িত্ব আপনাদের পালন করতে হবে।প্রতিটি পূজা মণ্ডপে আনসার, পুলিশের পাশাপাশি কমিউনিটি পুলিশ টহল সদস্যদের যুক্ত করা হবে।
আরো বক্তব্য রাখেন,প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারন সম্পাদক তমাল কুমার ঘোষ, নরেন্দ্র নারায়ন চক্রবর্তী, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, সদর উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি সুশীল সাহা, সাধারন সম্পাদক লক্ষ্মন চন্দ্র সূত্রধর, রামকৃষ্ণ আশ্রমের স্বামী সুবলানন্দ মহারাজ, রনজিত সাহা মুন্না, মাখন দাস, রিপর ভদ্র,বাপি পাল, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াসসহ বিভিন্ন পূজা মণ্ডপের নেতৃবিন্দ।