মানিক দাস// চাঁদপুর পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর হানিফ গাজীর দুই দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
গতকাল ৮ জুন বৃহস্পতিবার সকাল ১০ টায় চাঁদপুর পৌর ঈদগাহ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে মরহুম হানিফ গাজীর কর্মময় জীবনের সংক্ষিপ্ত স্মৃতিচারন করেন সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ, চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল,প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি, চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূইয়া, কাউন্সিলর সোহেল রানা,হাবিবুর রহমান দর্জি। পরিচালনা করেন চাঁদপুর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মফিজুল ইসলাম হাওলাদার।
বৈরী আবহাওয়ার মাঝেও হানিফ গাজীর জানাজায় অসংখ্য মুসল্লি অংশগ্রহণ করে। চাঁদপুর পৌর ঈদগাহ মাঠের প্রথম জানাজায় ইমামতি করেন মমিনপুর মাদ্রাসার প্রিন্সিপাল রাসেদ বিন মাকসুদ।
মরহুম হানিফ গাজী ২৯ মে সোমবার ব্রেন স্টোকে আক্রান্ত হন। তারপর তাকে ঢাকা পপুলার প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। ৯ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার পর গত ৭ জুন বুধবার রাত সাড়ে ৮ টায় তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। মরহুম হানিফ গাজীর মৃত্যু কালে বয়স হয়েছিল ৪৬ বছর। তিনি স্ত্রী, দুই মেয়েসহ বহু আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
হানিফ গাজী ১৯৯৯ সালে চাঁদপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগে টিকাদানকারী হিসাবে চাকুরীতে যোগদান করেন।তারপর পদোন্নতি পেয়ে সেনেটারি ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালের পূর্বে হানিফ গাজী চাঁদপুরে সাংবাদিকতা পেশায় যুক্ত ছিলেন। তার গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার বাগাদি ইউনিয়নের সাহেব বাজার রামচন্দ্রপুর গ্রামে। বাদ জোহর গ্রামের বাড়িতে জানার শেষে পারিবারিক কবরস্হানে দাফন সম্পন্ন করা হয়।