মানিক দাস //
চাঁদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবীণ সাংবাদিক শংকর চন্দ্র দে(৭৮) পরলোকগমন করেছেন। ৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ২ টায় তিনি মেথারোডস্হ ভাড়া বাসায় শেষ নিঃস্বাস ত্যাগ করেন।
শংকর চন্দ্র দে দৈনিক বাংলা পত্রিকার চাঁদপুর প্রতিনিধি হিসাবে ১৯৬২ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তাছাড়া শংকর চন্দ্র দে সাপ্তাহিক রূপসী চাঁদপুরে দায়িত্ব পালন করেন। তিনি চাঁদপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। চাঁদপুর প্রেস ক্লাব পরিচালিত উদয়ন শিশু বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য ও ছিলেন। শংকর চন্দ্র দে সাংবাদিকতার পাশাপাশি চাঁদপুর ডব্লিউর রহমান জুট মিলের লেবার কর্মকর্তার দায়িত্ব পালন করেন। সেখানের চাকুরী জীবন শেষ করে তিনি পরান বাজার ডিগ্রী কলেজে অফিস সহকারি হিসেবে কর্মময় জীবনের অবসান ঘটান। মৃত্যুকালে শংকর চন্দ্র দে স্ত্রী, দু পুত্র, পুত্র বধূ নাতী নাতনী সহ বহু শুভাকান্খি রেখে গেছেন।
শংকর চন্দ্র দের মরদেহ সন্ধ্যায় প্রথমে কালি বাড়ি মন্দিরে গঙ্গা জল ছিটিয়ে মন্ত্র পাঠ করা হয়। পরে তার মরদেহ চাঁদপুর প্রেস ক্লাবে নিয়ে আসা হলে চাঁদপুর প্রেস ক্লাব নেতৃবিন্দু শেষ শ্রদ্ধা নিবেদন করে।
এ সময় চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলনের সঞ্চালনায় সংক্ষিপ্ত বাক্তব্যে বক্তারা বলেন শংকর চন্দ্র দে সত্যি একজন সাদা মনের মানুষ ছিলেন। তিনি স্বচ্চতার সাথে সাংবাদিকতা করে গেছেন। আমরা চাঁদপুর প্রেস ক্লাবের মাধ্যমে শোক সভা করবো। শংকর চন্দ্র দে পরিবারের পাশে থাকবো। ২০২০ সালে চাঁদপুর প্রেস ক্লাবের রজতজয়ন্তী করেছি তখন তিনি উদ্ধোধক হিসেবে তাকে আনতে পেরেছি। তিনি কখনো অন্যায়ের প্রতি আপোষ করেন নি। সাংবাদিকদের মাঝে নিরিবিলি থাকতেন। তিনি বলতেন এমন নিউজ দিও না যে নিউজে তোমার বিরুদ্ধে মামলা হবে। তা বুঝে শুনে নিউজ করো। তিনি কিংবদন্তি সাংবাদিক ছিলেন। তার প্রকাশিত সংবাদের কোনো প্রতিবাদ ছাপানো হয়নি। রূপসী চাঁদপুর পত্রিকায় তিনি সম্পাদকীয় লিখতেন। আজকে শংকর চন্দ্র দে আমাদের মাঝ থেকে চলে গেছেন।
বক্তব্য রাখেন, সাবেক সভাপতি কাজী সাহাদাত,গোলাম কিবরিয়া জীবন,শহীদ পাটোয়ারী, ইকবাল হোসেন পাটোয়ারী,জালাল চৌধুরী,শরিফ চৌধুরী,
সাধারন সম্পাদক রহিম বাদশা,সাবেক সাধারন সম্পাদক সোহেল রুশদী,লক্ষণ চন্দ্র সূত্রধর, এএইচএম আহসানুল্যাহ, সদস্য ফারুক আহমেদ , চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন।