মানিক দাস // বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচন আগামী ৯ নভেম্বর বুধবার চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে। ১০ পদের বিপরীতে ২১ জন প্রার্থী মনোনয়ন পত্র উত্তোলন করেছে। গতকাল ২ ডিসেম্বর ছিল মনোনয়ন পত্র সংগ্রহের শেষ দিন। ১০ টি পদের বিপরীতে ২১’জন মনোনয়ন ফরম উত্তোলন করেছে। সভাপতি পদে মনোনয়ন তুলেছেন এম এ লতিফ ও মিজানুর রহমান লিটন। সিনিয়র সহ-সভাপতিঃ এম এম কামাল,মো. সজিব খান, মুহাম্মদ আলমগীর ও অভিজিত রায়। সহ-সভাপতি পদে ফাহিম শাহরিন কৌশিক ও শাওন পাটওয়ারী।সাধারন সম্পাদক সাইদ হোসেন অপু চৌধুরী,কে এম মাসুদ ও শেখ আল মামুন।
সিনিয়র সহ-সাধারন সম্পাদক মো. মাজহারুল ইসলাম অনিক। সহ-সাধারন সম্পাদক মো. শরীফুল ইসলাম ও আশিক বিন রহিম।অর্থ সম্পাদক পদে মো. আবদুর রহমান গাজী ও এম আই দিদার। দপ্তর সম্পাদক পদে কবির হোসেন মিজি। নির্বাহী সদস্য বাদল মজুমদার,চৌধুরী ইয়াসিন ইকরা এস এম সোহেল ও কে এম সালাউদ্দিন।৯ ডিসেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ২ পর্যন্ত ভোট গ্রহন চলবে। আজ ৩ ডিসেম্বর মনোনয়ন পত্র জমাদেয়া হবে।এ সময় উপস্হিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও চাঁদপুর প্রসক্লাব সধারন সম্পাদক এইচ এম আহসান উল্যাহ, কমিশনার টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আল ইমরান শোভন ও সাধারন সম্পাদক রিয়াজ ফেরদৌস। চাঁদপুর প্রেসক্লাব সাবেক সভাপতি শহিদ পাটোয়ারী, ইকবাল হোসেন পাটোয়ারী, সাবেক সাধারন সম্পাদক রহিম বাদশা প্রমুখ।