মানিক দাস ॥ চাঁদপুরমডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন এক উদারতা পরিচয় দিয়েছেন। তিনি চাঁদপুর মডেল থানায় যোগদানের পর থেকে বিচার প্রার্থীদের সার্বিকভাবে উদারতার সাথে সহায়তা করে যাচ্ছেন। চুরি জওয়া এবটি আইফোন উদ্ধারের পর প্রকৃত মালিককে তা বুঝিয়ে দিয়েছেন। জানা যায়, বিটি রোড এলাকার বাসিন্দা ও জনতা ব্যাংকের সাবেক ম্যানেজার মোঃ নুরুল ইসলাম চাঁদপুর শহর থেকে ২৭ জুন ষোলোঘর বাড়িতে যাওয়ার পথে অটো রিক্সা থেকে তার ব্যবহৃত আইফোনটি কে বা কারা যেন নিয়ে যায়। এ ব্যাপারে ২৯ জুন চাঁদপুর মডেল থানায় একটি সাধারণ ডাইরী করা হয়।
ডাইরি নং-১২৮১। সহকারি উপ-পরিদর্শক মোঃ নূর হোসেনকে এ সাধারণ ডাইরিটি তদন্তের ভার দেওয়া হয়। তিনি তথ্য প্রযুক্তি ব্যবহার করে গত ২৮ জুলাই শহরের পুরাণবাজার এলাকা থেকে তা উদ্ধার করেন। ৩১ জুলাই আইফোনটির প্রকৃত মালিক জনতা ব্যাংকের অবসরপ্রাপ্ত ম্যানেজার মোঃ নুরুল ইসলামকে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নাসিম উদ্দিন তা বুঝিয়ে দেন।
এতে মোবাইলের প্রকৃত মালিক নুরুল ইসলাম জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ আমার হারিয়ে যাওয়া মোবাইলটির সন্ধান উদ্ধার করে। আজ অফিসার ইনচার্জ তা আমাকে বুঝিয়ে দিলে আমি আনন্দিত হয়।