গত ২১ ফেব্রুয়ারি থেকে বিশ্ব শান্তি কল্পে ও মানবকল্যাণ কামনায় চাঁদপুর মহাশ্মশানের বার্ষিক উৎসব ও ২৪ প্রহর তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন শুরু হয়। ওই দিন বিকেল সাড়ে চারটায় গঙ্গা আহ্বান অন্তে মঙ্গল ঘট স্থাপন ও সংকীর্তনের অধিবাসের মাধ্যমে সন্ধ্যা ছয়টায় ২৪ প্রহর ব্যাপী সংকীর্তন শুরু হয়। এ হরিনাম কির্তনে প্রতিদিন ভক্তের সমাগম ঘটে। হরিবোলা সমিতির পক্ষ থেকে দুপুর ও রাতে ভক্তদের মাঝে অন্ন প্রসাদ বিতরন করা হয়।
এ বছর ২৪ প্রহর তারকব্রহ্ম হরিনাম সংকর্তনে নামসুধা পরিবেশন করে খুলনার শ্রী গুরুচৈতন্য মহাপ্রভু সম্প্রদায়, পটুয়াখালীর দয়াল কৃষ্ণ সম্প্রদায়, নীলফামারীর সোনার গৌর সম্প্রদায়, খুলনার ব্রজ গোপাল সম্প্রদায়, চাঁদপুরের বলদেব সংঘ ও শ্রীরাম সংঘ।
আজ ২৪ ফেব্রুয়ারী সমাপনী দিন কীর্তন চলাকালে দুপুরে ভকরতদের মাঝে মহাপ্রভুর প্রসাদ বিতরণ করা হবে।
সংকীর্তনের সমাপনীতে সকল সনাতনী ভক্তদের কে অংশ গ্রহন করার জন্য অনুরোধ করেছেন হরিবোলা সমিতির সভাপতি অজয় ভৌমিক।