ছেলেকে উদ্ধার করতে গিয়ে মা বাবা সহ একই পরিবারের পাঁচজন সন্ত্রাসীদের হামলার শিকার হয়ে আহত হয়।
আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর মডেল থানার পুলিশ কয়লাঘাট এলাকার রেলওয়ে পানির টাংকির নিচে ঝোপ থেকে আহত রাব্বিকে উদ্ধার করে প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের দায়িত্ব ডাক্তার তার অবস্থা আশঙ্কাজনক দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। দুইদিন আইসিওতে থাকার পর অবশেষে বুধবার বিকেলে রাব্বি দুনিয়া থেকে চির বিদায় নেয়।
ঘটনার পরে চাঁদপুর মডেল থানার ওসি মোঃ বাহার মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে কয়লাঘাট ও কুলি বাগান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করার চেষ্টা করে।
সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের হাতে মারা যাওয়া রাব্বি ওয়ারলেস বাজার এলাকার আলী হোসেনের ছেলে। তার মা জেসমিন বেগম জানায়, ছেলে রাব্বি স্ত্রী নিয়ে পুরান বাজার বাসা ভাড়া করে থাকতো।
কয়লাঘাট এলাকার মাদক ব্যবসায়ী রানার সাথে রাব্বির পূর্বে দ্বন্দ্ব ছিল। সেই ঘটনার জের ধরে রাব্বিকে পাল বাজার ব্রিজের গোড়া সিএনজি স্ট্যান্ড থেকে তুলে নিয়ে কয়লাঘাট আটকে বেদম মারধর করে ঝোপে ফেলে দেয়। খবর পেয়ে তাকে উদ্ধার করার জন্য কয়লাঘাট যাওয়ার পর ২০ থেকে ২৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে নিহত রাব্বির পরিবারের পাঁচজনকে আহত করে। পুলিশ ঘটনাস্থলে আসার পর তারা পালিয়ে যায়। অবশেষে ছেলেকে ঝোপের ভিতর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। স্বামী সন্তান সহ পাঁচজন ঢাকায় চিকিৎসা থাকার পর অবশেষে ছেলে রাব্বি প্রাণ হারায়। এই ঘটনায় মূল হোতা বিপ্লব, শাকিল, জুম্মান, কাদির, করিম, ও রানা সহ ২০/২৫ জন জড়িত ছিলেন। তাদেরকে দ্রুত গ্রেফতারের দাবী জানায় পরিবারের সজনরা।