মানিক দাস // চাঁদপুর শহরে বাজার মনিটরিং কমিটি ও ভোক্তা অধিকারের অভিযান পরিচালিত হয়েছে। এতে ৫ প্রতিষ্ঠানের জরিমানা করা হয়েছে। রবিবার দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত চাঁদপুর শহরের কালি বাড়ি মোড়, গুনরাজদী, নতুন বাজারসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তর চাঁদপুরের এ ডি নুর হোসেন, চাঁদপুর মডেল থানার উপ পরিদর্শক মোঃ শাহজাহানসহ পুলিশ সদস্যরা।
এ সময় কালিবাড়ি মোড় বনফুল সুইট এন্ড পেস্টিসপের ২ হাজার টাকা, গুনরাজদীর পিকে ফুডের ৩ হাজার টাকা, নতুন বাজার খান ফার্মেসীর ৩ হাজার টাকা, নতুন বাজার কালুর মুরগী দোকানের ২ হাজার টাকাসহ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নুর হোসেন বলেন, আমরা সাধারন ক্রেতার কথা চিন্তা করেই বাজার মনিটরিং কার্যক্রম করছি। তাছাড়া যাদের জরিমানা করা হয়েছে তাদের কারো মূল্য তালিকা নেই আবার কারো প্রতিষ্ঠানে মূল্যহীন পণ্য পাওয়ার কারণে এ জরিমানা করা হয়েছে।