সজীব খান, চাঁদপুর।।
চাঁদপুর সদর উপজেলা শাহতলী উচ্চ বিদ্যালয়ের ৪ জন ছাত্রী কুমিল্লা শিক্ষা বোর্ড বৃত্তি পেয়েছে। চলতি বছর মানবিক শাখা থেকে শাহতলী উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করে এই বৃত্তি পেয়েছে তারা।
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক এসএসসি’র রেজাল্টের উপর ভিত্তিতে ঘোষিত বৃত্তির ফলাফলে শাহতলী উচ্চ বিদ্যালয় থেকে সাধারণ গ্রেডে কারিনা আক্তার, তামান্না আক্তার, সাবরিনা আক্তার, শান্তা আক্তার এ ৪জন বৃত্তি পেয়েছে।
তাঁরা এমন কৃতিত্ব অর্জনকে অভিবাদন জানিয়েছেন বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা, অভিভাবকে।