মানিক দাস // চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকায় ২৪ ঘন্টায় আরো ৪২ জনের করোনা পজেটিভ এসেছে। শনিবার দুপুরে কোভিড-১৯ সদর উপজেলা হেল্পলাইন সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। ২৪ ঘণ্টায় ১শ ৯৫ জনের করোনা নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৪২ জনের করোনা সনাক্ত হয়েছে। এ ৪২ জনের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪০ জন এবং অন্য উপজেলা থেকে আরো ২ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৯ জন। চাঁদপুর পৌরসভায় ৩৮ জন ও ইউনিয়ন পর্যায়ে ১১ জন। করোনায় আক্রান্তরা হলো ঃ পালপাড়ায় পুরুষ (৭৭), মিশন রোড এলাকায় শিশু (৩), মহিলা (৩৫), নিশি বিল্ডিং এলাকায় মহিলা (৭৫), জোড়পুকুর পাড় পুরুষ (২৫), মৈশাদীতে পুরুষ (৩৬), পুরাণবাজারে পুরুষ (২৬), পুরুষ (১৯), মহিলা (৪৫), বিটি রোডে মহিলা (৪২), পুরুষ (৩০), হরিজন কলোনীতে মহিলা (২৫), উত্তর শ্রীরামদীতে পুরুষ (৩৬), মমিনপাড়ায় পুরুষ (২৫), কবি নজরুল ইসলাম সড়কে মহিলা (৩০), খেরুদিয়া পুরুষ (২৯), পৌরসভা এলাকা মহিলা (৪৪), স্টেডিয়াম রোডে পুরুষ (৪৫), পুরুষ (৪০), পুরাণবাজারে মহিলা (৩৭), দর্জিঘাটে মহিলা (৫০), সদর হাসপাতালে মহিলা (৩৭), পুুরাণবাজারে পুরুষ (৩৫), সখিপুরে মহিলা (৭০), সেনগাঁওয়ে পুরুষ (৩৭), তরপুরচন্ডীতে পুরুষ (২১), কল্যান্দীতে মহিলা (৪০), ফরিদগঞ্জ উপজেলার কালীরবাজারে পুরুষ (৪০), রামপুরে মহিলা (৩৮), পুরুষ (৩৮) কোড়ালিয়া রোডে পুরুষ (৪২), সরকারি শিশু পরিবারে শিশু (১২), বিষ্ণুপুরে মহিলা (৭৫), প্রফেসরপাড়ায় শিশু (১৬), জোড়পুকুরপাড়ে মহিলা (৫৫), পালপাড়ায় পুরুষ (৪৫), প্রফেসরপাড়ায় মহিলা (৩০), মাদ্রাসা রোডে পুরুষ (৪৯), কোড়ালিয়ায় পুরুষ (৪৫) ও মুন্সিরহাটে পুরুষ (৩১) করোনা সনাক্ত হয়েছে।