শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
মতলব উত্তরে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার ‘মতলব উত্তর উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কাজ উদ্বোধন ‘ চাঁদপুরে  বিশেষ টাস্কফোর্সের  অভিযান।  ৩টি প্রতিষ্ঠানকে ১৪,০০০/- টাকা জরিমানা। পৌর পীর মহসিন উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়েন  বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরন  আক্কাস আলী রেলওয়ে একাডেমীর বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরন ও নবীন বরণ সম্পন্ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরন  অভিনব কায়দায় কম্বলের ভিতর গাঁজা // অটো চালকের বুদ্ধিমতায় মাদক কারবারি আটক কোড়ালিয়া পৌর রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন  গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  বার্ষিক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ  প্রবীণ সাংবাদিক আহছানুজ্জামান মন্টু আর নেই

চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৬তম বার্ষিক সাধারণ সভা

  • আপডেটের সময় : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭১ বার পঠিত হয়েছে

মানিক দাস ॥ চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের ৪৬তম বার্ষিক সাধারণ সভা চাঁদপুর সদর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের বিআরডিবি হলরুম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে ১১টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি তার বক্তব্যে বলেন, এ সমিতিতে আমাদের দলের লোকজন ছিল, আমি তাওয়াদ ছাড়াও এখানে অনেকবার এসেছি। একসময় এখানকার পরিবেশ অনেক সুন্দরে ও মনোরম ছিল, এখন সেই পরিবেশ নেই। সমিতিতে আপনাদের অনেক সমস্যা আছে, তা নিজেরা আলাচনা করে সমাধান করবেন। এ বার্ষিক সাধারণ সভার মাধমে আগামী এক বছরের কর্মপরিকল্পলা প্রনয়ন করা হবে। কর্মপরিকল্পনায় ঋণ দেওয়া, ঋণ নেওয়া ও ঋণ আদায় সকল বিষয়ে আপনার সীধান্ত নিবেন। আমরা যদি সমিতির উন্নয়ন নিয়ে ভাবি তবেই সমিতি টিকে খাকবে, সমিতিতে আপনাদের কর্ম চাঞ্চল হতে হবে। সরকার আপনাদেরকে ঋণ দেয়, ঋণ না পেলে সমিতি চলতে পারে না। অনেক সমিতিতেই সাধারণ সদস্যরা সঞ্চয় জমা দিতে চায় না এতে করে সমিতি ধ্বংস হয়ে যাচ্ছে। সাধারণ সমদ্যরা ঋণ পেতে যাকে কোন প্রকার সমন্য না হয় সেদিকে কর্মকর্তারা খেয়াল রাখবে।

তিনি আরো বলেন, সমিতির পুকুরের পাড় বাধাই করে দেওয়া হবে। হত বছর যাদেরকে টেন্ডারের মাধ্যমে কাজ দেওয়া জয়েভিল তারা চলতি বছরের জানুয়ারির মধ্যেও কাজ বরতে পারেনি, তাই কাজটি বাতিল করে দেওয়া হয়েছে। আমরা নতুন ঠিকাদার নিয়োগ করে নতুন বরে টেন্ডার দেওয়া হবে। তখনই পকুরের পাড় বাঁধাই করা হবে। চাঁদপুর সদর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান শহীদ উল্ল্যা খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট জহিরুল ইসলাম, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আরশাদ মিয়াজী, সদর উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা, সদর উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেন, সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুস সালাম, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যাবস্থাপনা কমিটির সদস্য কামাল হাজী। সে সকল সমবায়ী পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তাদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন, শোক প্রস্তাব পাঠ ও মরহুমদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। শোক প্রস্তাব পাঠ করেন ব্যবস্থাপনা কমিটির সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী। দোয়া পরিচালনা করেন হাফেজ শফিকুর রহমান ফারুক।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com