মানিক দাস ॥ দেশে বিরাজমান এডিস মশার আক্রমনে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়েছে। আর এ জ্বরের কারণে চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে প্রতিনিয়তই রোগীর ভিড়বাড়ছে। যৎসামান্য চিকিৎসকগণ রোগীর সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে গতকাল বুধবার হাসপাতাল ঘুরে দেখা যায়, বর্হিবিভাগে চিকিৎসা নেওয়ার জন্য প্রায় হাজারের উপর নারী পুরুষ ও সব বয়সী রোগী ভিড় জমিয়েছে। ৫ টাকা মূল্যের টিকেট ক্রয় করে এসব রোগীরা তাদের শরীরে ডেঙ্গুর সংক্রামক আছে কিনা তা যাচাই করার জন্যই ছুটে এসেছিল।
গতকাল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ২টি কক্ষে মাত্র ৪ জন চিকিৎসক রোগী দেখেছেন। বর্হিবিভাগে টিকেট কাউন্টার সূত্রে জানা যায়, নারী-পুরুষ ও শিশু ১ হাজার ৫ জন রোগী টিকেট ক্রয় করেছে। রোগী দেখেছেন ১০৯নং কক্ষে ডাঃ অন্দিতা ইন্দু ও শামসুন নাহার তানিয়া। ২১৭নং কক্ষে ডাঃ কাজী ফাতেমা রাফাত ও উম্মে ইসলাম মাহফুজা সুলতানা। এ ৪ জন চিকিৎসক সকাল ১১টা পর্যন্ত রোগীর ছাপ সহ্য করে সেবা দিয়েছেন।
পরবর্তীতে রোগীর সংখ্যা বাড়তে থাকলে শিশু বিশেষজ্ঞ ডাঃ অলিউর রহমান মজুমদার, আব্দুল আজিজ, ডাঃ রুমি ও ডাঃ জাহাঙ্গীর আলমকে বসানো হয়। হাসপাতালের ২য় তলার ও নিচ তলায় রোগীর চাপের কারণে হাটা চলা করা কষ্টকর হয়ে পড়েছিল। ঔষধ কাউন্টারের দায়িত্বে থাকা সেবকগণও মারাত্মকভাবে বেগ পেতে হয়েছে। যে পরিমাণ চিকিৎসক মেডিকেল অফিসার হিসেবে দায়িথ্ব পালণ করার কথা গতকাল অনেক চিকিৎসকই ছিলেন না। যার ফলে এই কয়েকজন চিকিৎসক বর্হিবিভাগের রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে হিমশিম খেতে হয়েছে। তাররও ১ হাজার ৫ জন বর্হিবিভাগের রোগীকে তারা দুপুর ১টা পর্যন্ত কোনভাবে চিকিৎসা সেবা প্রদান করেছেন।