ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার আকচা ইউনিয়নের বকশের হাটের সামনে জমি নিয়ে বিরোধের জেরে দোকান ঘরের স্থাপনা ভেঙে দেওয়ার অভিযোগ ঘটেছে৷ এ ঘটনায় সদর থানায় একটি অভিযোগ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ২৫ ফেব্রুয়ারী শনিবার দিবাগত রাতে সদর উপজেলার বকশের হাট পুরাতন ঠাকুরগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপরীতে আব্দুস সালামের জায়গায় ঘর স্থাপনের স্থাপনা ভাটা মালিক আরিফুল ইসলাম জুয়েল তার বল্টুজার গাড়ি দিয়ে ভেঙে গেলে৷ এতে করে তার মরিচ ক্ষেত ও স্থাপনার ক্ষতি ঘটে৷
আব্দুস সালামের ভাগিনা মেসবাহুম মোবিন বলেন, আমার মামা ভাটা মালিকের কাছে আড়াউ শতক জমি বিক্রি করেছেন। আমরা তার জমি তাকে দখল দিয়েছি৷ তারপরেও তার নাকি গাড়ি ঢুকাতে সমস্যা হয়। সকলে মিলে বসে আরো আমাদের প্রাচীরের ভেতরে পর্যন্ত খুটি গেড়ে বলা হয়েছে তাকে আমরা দেব৷ এটা নিয়ে আমরা কয়েকবার বসেছি৷ তারা সকলে বলেছেন তার জায়গা বাকি রেখে ঘরের স্থাপনার কাজ শুরু করার জন্য৷ আমরা ঘরের স্থাপনার কাজ শুরু করেছি৷ অনেকটা কাজ আমাদের হয়ে গেছিলো সেটা সে তার বল্টুজার গাড়ি দিয়ে রাতে ভেঙ্গে দিয়েছে। আমরা থানায় অভিযোগ করেছি৷ এর সুষ্ঠু বিচার আমরা চায়৷ আমাদের জমিতে আমরা স্থাপনা করছি সে ভাঙ্গার সাহস কোথা থেকে পেল।
স্থানীয় বাসিন্দা বলেন, দুই দিন থেকে এখানে কাজ হচ্ছে। অনেক উপর পর্যন্ত ঘরের কাজ হয়ে গেছিলো। অথচ আজকে সকালে এসে দেখি সব ভাঙ্গা৷ যে পাশ দিয়ে আসছে দেখা যাচ্ছে। ভাটার মালিকের সাথেই বিরোধ। তারা ছাড়া আর এমন কাজ করার সাহস কে পাবে।
অভিযুক্ত আরিফুল ইসলাম জুয়েলের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার কোন বল্টুজার গাড়ি নেই। অতএব আমার গাড়ি ভাঙছে বা আমার দ্বারা কাজটি হয়েছে এটি মিথ্যা ও বানোয়াট৷ বরং তারা গ্রাম আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে স্থাপনার কাজ শুরু করেছে। আর তারা নিজে ভেঙ্গে দিয়ে আমার উপর দোষারোপ করছে।
এ ঘটনায় ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, এমন ঘটনার একটি অভিযোগ পেয়েছি৷ তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে৷