মানিক দাস //
চাঁদপুর নৌ পুলিশের জাটকা রক্ষার অভিযানে ৬ জেলেকে আটক করা হয়েছে। গত ৬ মার্চ সোমবার রাত ৮ টা থেকে ৭ মার্চ মঙ্গলবার সকাল ৮ টা পর্যন্ত চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামানের নেতৃত্বে পুলিশ সদস্যরা পদ্মা মেঘনা নদীতে জাটকা রক্ষায় অভিযান পরিচালনা করে। এসময় একটি ইঞ্জিন চালিত নৌকা, নিষিদ্ধ কারেন্ট ছিলসহ ৬ জেলেকে আটক করে।
আটক জেলেরা হলো আোান বেপারী (৫৫),হোসেন খান বাবু (২৬),মিরাজ (২০),সবুজ (২১), শরীফ বেপারী (৩০), আকাশ বেপারী (২০),ইসমাইল (২০),শাহ আলী (১৯),কুদ্দুস আলী পেদা (২৬(,হোসেন (২০),শাকিল হাওলাদার (২০) এদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মৎস রক্ষা ও সংরক্ষন আইন সংশোধিত ১৯৫০ সংশোধিত(২০১৩) এর ৫ (১)/ ৫ (২)(খ)রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।
তাছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান সরকার ও মেশকাতুল ইসলাম আটক জেলে মাসুদ সরকার (২৪),মকবুল উকিল (২৬)কে মোবাইল কোটে পরিচালনা করে দুজনকে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। অপর চার জেলে কিশোর হওয়ায় তাদেরাে পরিবাবের জিম্মায় দেয়া হয়েছে। তারা হলো ইয়াজল ফকির (১৪), মাহিম সর্দার (৮),ইমরান (১৭) ও জহির ছৈয়াল (১৪)।