বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
সুনামগঞ্জে বিজিবির ওপর হামলা: রসুন ও মাদকসহ গ্রেফতার ৮ সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক মহসিন মন্ডল  মতলব উত্তর উপজেলার শ্রমিক দলের কমিটি অনুমোদন মতলব উত্তরের মেঘনা নদীতে ভেসে ওঠা চরাঞ্চলের জমি ফেরত চাওয়ায় প্রাণনাশের হুমকি মতলব উত্তরে খিরার বাম্পার ফলনে অধিক লাভের স্বপ্ন দেখছে কৃষক মতলব দক্ষিণে কিশোরচালক মহিন হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার আশুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ফয়সালকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৪ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে মানববন্ধন করেছে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বীরগঞ্জে পৌর শ্রমিক দলের আহ্বায়ক কমিটির অনুমোদন  ভুয়া মুক্তিযোদ্ধা: হারাচ্ছেন সরকারি চাকরি, ফেরত দিতে হবে ভাতা বাংলাদেশ আপনাদের পাশে থাকা ছোটখাটো দেশ নয়, ভারতকে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত

জীবনের নিরাপত্তা চেয়ে ৩১ সাংবাদিকের জিডি

  • আপডেটের সময় : রবিবার, ২ জুন, ২০১৯
  • ১০৯ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক
জীবনের নিরাপত্তা চেয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আই প্রতিনিধি হাফিজ রায়হান ও সাধারণ সম্পাদক এটিএন বাংলার প্রতিনিধি লুৎফর রহমানসহ ৩১ সাংবাদিক জিডি দায়ের করেছেন।

শনিবার রাত সাড়ে ১০ টায় প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন এবং স্থানীয় পত্রিকার ৩১ জন সাংবাদিক জামালপুর সদর থানায় উপস্থিত হয়ে জিডি দায়ের করেন।

সাধারণ ডায়েরির বিবরণে জানা যায়, পেশাগত দায়িত্বপালন কালে কালের কন্ঠের সাংবাদিক মোস্তফা মনজু ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে জামালপুরের কর্মরত সাংবাদিকরা আন্দোলন করে আসছে।

এ ঘটনায় ২৮ মে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক মোস্তফা মনজু বাদী হয়ে জামালপুর সদর থানায় পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার ২ দিনের মাথায় আদালত থেকে জামিনে বের হয়ে এসে আদালত এলাকায় ষ্ট্যাম ভেন্ডার ও পৌ কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ আসামিরা সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেয়।

হুমকি দিয়ে তারা বলে, আমাদের বিরুদ্ধে আন্দোলন করছ। যেখানেই সাংবাদিকদের পাওয়া যাবে সেখানেই হাত-পা ভেঙ্গে ফেলা হবে।

জামালপুরে কর্মরত সাংবাদিকরা নিরাপত্তার অভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারছেনা। পরিবার পরিজন নিয়ে চরম আতঙ্কে দিন কাটছে তাদের।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান বলেন, সন্ত্রাসীদের হুমকির কারণে সাংবাদিকরা পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

সাংবাদিকদের হুমকি দেওয়া সন্ত্রাসীরা ও হাসানুজ্জামানসহ তার পালিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সালেমুজ্জামান ঘটনার সত্যতা নি:শ্চিত করে জানিয়েছেন, জীবনের নিরাপত্তা চেয়ে ৩১জন সাংবাদিক জিডি এন্ট্রি করেছে। সাংবাদিকদের নিরাপত্তায় আইনগত সকল সার্পোট দেয়া হবে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিব।

প্রসঙ্গত, গত ২৮মে দুপুরে জামালপুর সাব-রেজেষ্ট্রি অফিসে পেশাগত দায়িত্বপালকালে ষ্ট্যাম ভেন্ডার ও পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুর নেতৃত্বে ভূমিদস্যু ও সন্ত্রাসীরা সাংবাদিক মোস্তফা মনজুর ওপর অতর্কিত হামলা করে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com