সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
স্থানীয় স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময়কালে পরিকল্পিত উন্নয়নের জন্য অর্থনৈতিক জোন খুবই গুরুত্বপূর্ণ —-চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন মতলব দক্ষিণ উপজেলায় যৌথ বাহিনী কর্তৃক মাদক ব্যবসায়ী আটক চাঁদপুরে জগন্নাথ দেবের উল্টো রথ যাত্রা অনুষ্ঠিত চাঁদপুরে বিষধর সাপের কামড়ে নারীর মৃত্যু  চাঁদপুরে সেরা সাঁতারুর খোঁজে ইয়েস কার্ড পেলেন ৪০ সাতারু  চাঁদপুর চেম্বার ভব‌নে ক্যাব সহ বি‌ভিন্ন দপ্ত‌রের সা‌থে ব‌্যবসা‌য়ি‌দের মত‌বিনময় সভা শাহ মাহমুদপুরে পাট জাগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫ম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা// অপহরণ মামলায় মোবারক আটক হারিয়েছে

জীবনের নিরাপত্তা চেয়ে ৩১ সাংবাদিকের জিডি

  • আপডেটের সময় : রবিবার, ২ জুন, ২০১৯
  • ১৬৭ বার পঠিত হয়েছে

নিজস্ব প্রতিবেদক
জীবনের নিরাপত্তা চেয়ে জামালপুর প্রেসক্লাবের সভাপতি চ্যানেল আই প্রতিনিধি হাফিজ রায়হান ও সাধারণ সম্পাদক এটিএন বাংলার প্রতিনিধি লুৎফর রহমানসহ ৩১ সাংবাদিক জিডি দায়ের করেছেন।

শনিবার রাত সাড়ে ১০ টায় প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন এবং স্থানীয় পত্রিকার ৩১ জন সাংবাদিক জামালপুর সদর থানায় উপস্থিত হয়ে জিডি দায়ের করেন।

সাধারণ ডায়েরির বিবরণে জানা যায়, পেশাগত দায়িত্বপালন কালে কালের কন্ঠের সাংবাদিক মোস্তফা মনজু ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবিতে জামালপুরের কর্মরত সাংবাদিকরা আন্দোলন করে আসছে।

এ ঘটনায় ২৮ মে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক মোস্তফা মনজু বাদী হয়ে জামালপুর সদর থানায় পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার ২ দিনের মাথায় আদালত থেকে জামিনে বের হয়ে এসে আদালত এলাকায় ষ্ট্যাম ভেন্ডার ও পৌ কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুসহ আসামিরা সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দেয়।

হুমকি দিয়ে তারা বলে, আমাদের বিরুদ্ধে আন্দোলন করছ। যেখানেই সাংবাদিকদের পাওয়া যাবে সেখানেই হাত-পা ভেঙ্গে ফেলা হবে।

জামালপুরে কর্মরত সাংবাদিকরা নিরাপত্তার অভাবে পেশাগত দায়িত্ব পালন করতে পারছেনা। পরিবার পরিজন নিয়ে চরম আতঙ্কে দিন কাটছে তাদের।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান বলেন, সন্ত্রাসীদের হুমকির কারণে সাংবাদিকরা পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে।

সাংবাদিকদের হুমকি দেওয়া সন্ত্রাসীরা ও হাসানুজ্জামানসহ তার পালিত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সালেমুজ্জামান ঘটনার সত্যতা নি:শ্চিত করে জানিয়েছেন, জীবনের নিরাপত্তা চেয়ে ৩১জন সাংবাদিক জিডি এন্ট্রি করেছে। সাংবাদিকদের নিরাপত্তায় আইনগত সকল সার্পোট দেয়া হবে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিব।

প্রসঙ্গত, গত ২৮মে দুপুরে জামালপুর সাব-রেজেষ্ট্রি অফিসে পেশাগত দায়িত্বপালকালে ষ্ট্যাম ভেন্ডার ও পৌর কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনুর নেতৃত্বে ভূমিদস্যু ও সন্ত্রাসীরা সাংবাদিক মোস্তফা মনজুর ওপর অতর্কিত হামলা করে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com