শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৮ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
মতলব উত্তরে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার ‘মতলব উত্তর উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কাজ উদ্বোধন ‘ চাঁদপুরে  বিশেষ টাস্কফোর্সের  অভিযান।  ৩টি প্রতিষ্ঠানকে ১৪,০০০/- টাকা জরিমানা। পৌর পীর মহসিন উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়েন  বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরন  আক্কাস আলী রেলওয়ে একাডেমীর বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরন ও নবীন বরণ সম্পন্ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরন  অভিনব কায়দায় কম্বলের ভিতর গাঁজা // অটো চালকের বুদ্ধিমতায় মাদক কারবারি আটক কোড়ালিয়া পৌর রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন  গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  বার্ষিক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ  প্রবীণ সাংবাদিক আহছানুজ্জামান মন্টু আর নেই

জেগে উঠা চরে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন 

  • আপডেটের সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ১০১ বার পঠিত হয়েছে

মোঃ আবুল হাসান,ঠাকুরগাঁও: গত মৌসুমে বাজারে ধানের দাম ভাল থাকায়। এবার রুহিয়ায় নদী এলাকায় কৃষকদের মাঝে বোরোধান চাষের আগ্রহ বেড়েছে। সেই সাথে চলতি মৌসুমে আবহাওয়া ভাল থাকায় ধানের ভালো ফলনের স্বপ্ন দেখছেন ধান চাষীরা।

 

সদর উপজেলা কৃষি অফিসের সূত্রে জানাযায়, চলতি মৌসুমে ঠাকুরগাঁও সদর উপজেলায় ২৫ হাজার ৬৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। যা গতবছর আবাদ হয়েছিল ৩৫ হাজার ৬শত ২৫ হেক্টর।

 

জানাযায়, প্রতিবছর শীতের শেষে টাঙ্গন নদীর গেইট খুলে দেওয়া হলে গেটের সামনে নদীর দুই ধারে কয়েক হেক্টর চর জেগে উঠে। আর জেগে উঠা চরে নদী পাড়ে কৃষকেরা বাদাম, গম, পেয়াঁজ, রসুন ভুট্টা ও পাটসহ নানা জাতের ফষল চাষাবাদ করে থাকেন। তার মধ্যে অন্যতম এই বোরো ধান।

 

আক্কাস আলী নামে এক কৃষক জানান, আমাদের চাষাবাদ করার মত কোন জমি-জমা নেই। যেহেতু নদীর জেগে উঠে চরে ও নদীর ধারে চাষ করলে কাউকে টাকা পায়সা দেওয়ার লাগেনা। তাই নদীতে ধান চাষ করেছি। এতে যদি কিছুটা অভাব পুরোন হয়। আরেক কৃষক সুহেল রানা বলেন, নদীর পানি যখন কমতে শুরু করে আমরা তখন বোরো ধান রোপন করি। খরচ খুবই কম হয়। এ বছর বিঘা খানেক জমিতে বোরো ধান আবাদ করেছি। গত বছরের তুলনায় এবার সময় মত সার ও কীটনাশক ব্যবহার করতে পেরেছি। এতে ফলন বেশ ভালো হয়েছে।

 

সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায় জানান, চলতি মৌসুমে বোরো ধানের চাষ বৃদ্ধি পেয়েছে। সম্ভাব্য উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে ১ লাখ ৭ হাজার ৬৮৮ মে. টন। কৃষক যাতে ধান নিরাপদে ঘরে তুলতে পারেন সে লক্ষ্যে কৃষি বিভাগ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আরও জানান, বোরো মৌসুমে ধানের অন্যতম একটি প্রধান রোগ ব্লাস্ট। আর এই ব্লাস্ট রোগের কারণে কখনো কখনো ধান উৎপাদন মারাত্মক ব্যাহত হতে পারে। ভেঙ্গে যেতে পারে কৃষকের স্বপ্ন সাথে উৎপাদন লক্ষ্যমাত্রা। আমরা তাই ধানে ব্লাস্ট প্রতিরোধে ইতোমধ্যে কৃষকদের মাঝে লিফলেট বিতরণ করেছি। সেই সাথে মাঠ পর্যায়ে উঠান বৈঠক, দলীয় সভা, কৃষক প্রশিক্ষণ, ব্যক্তিগত যোগাযোগ এবং ফসলের মাঠ পরিদর্শনের মাধ্যমে ব্লাস্ট প্রতিরোধে কৃষকদের সচেতন ও পরামর্শ দিয়ে যাচ্ছি।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com