ভয় বা আতংক নয়, সচেতনতার মধ্য দিয়ে করোনা মোকাবেলা করতে হবে।
প্রিয় চাঁদপুরবাসী,
আসসালামু আলাইকুম
মহান সৃষ্টিকর্তার নিকট শুকরিয়া আদায় করছি,অশেষ রহমতে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান শেষ।রাত পোহালে বিশ্ব মুসলিমের উৎসবের দিন পবিত্র ঈদ-উল-ফিতর।
তাই পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক।
প্রিয় চাঁদপুরবাসী,
অদৃশ্য ভাইরাস করোনায় সারা বিশ্বের ন্যায় চাঁদপুরে ও থর থর করে কাঁপছে। অজানা আতংকে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ, বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী অসহায় ও মানবেতর জীবনযাপন করছে।
রাত পোহালেই ঈদের আনন্দে সামর্থ্যবানরা পরিবারের সদস্যদের নিয়ে উজ্জীবিত হবেন। অথচ একটু চারপাশে তাকিয়ে দেখেন, করোনা দূযোগে কমহীন অসহায় মানুষগুলোর হৃদয়ের আত্মচিৎকারে দিশেহারা।
প্রিয় চাঁদপুরবাসী, এ অসহায় মানুষ গুলোর কথা ভেবে দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু’হাতে সারা দেশের অসহায় মানুষ গুলোকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সহযোগিতা অব্যাহত রেখেছেন। আমাদের চাঁদপুরের গব মাননীয় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ‘এমপি এ দূযোগের শুরু থেকে চাঁদপুর – হাইমচর বাসীকে অকাতরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।শত ব্যস্ততার মাঝেও দিবা – রাএি তিনি তিনি প্রতিনিয়ত খোঁজ খবর নিচ্ছেন।
প্রিয় চাঁদপুরবাসী,
ইসলাম ধর্মে রয়েছে, সে যে ধমেরই হোক, মানুষের দুঃখের সাথী হওয়ার কথা। কিন্তু শুধু ধর্মের কথাই না। আমিও একজন মানুষ। যারা আমার চারপাশে রয়েছে তারাও মানুষ। জন্মের পর আনন্দের সাথেই সকল ঈদ উৎসব উদযাপন করেছেন।
এবার না হয়, পরিবারের ঈদ উৎসবের আনন্দের নতুন জামা-কাপড় সহ সুস্বাদু খাবারের একদিনের এ বিষয়টি বিসর্জন দিয়ে ওই অর্থটুকু প্রতিবেশীর ন্যূনতম একটু উপকারে যদি আসে। তাদের মুখে নুন্যতম হাসি ফোটাতে পারি, তাহলেই এ আনন্দ পৃথিবীর সবচেয়ে বড় আনন্দের মধ্যে থাকবে।
উল্লেখিত কথাগুলো শুধু বিবেকের তাড়নায় আপনাদের উদ্দেশ্যে বলছি। পালন করবেন, না কী? সেটি আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন।
আমাদের চারপাশে যারা অসহায় ও মানবেতর জীবনযাপন করছে তাদের দিকে তাকিয়ে দেখুন তারাও তো আমাদের এই সমাজের এবং মানুষ।
প্রিয় চাঁদপুর জেলা বাসী,
আপনারা যারা সামর্থ্যবান আছেন, এ বছর না হয়, আনন্দকে বিসর্জন দিয়ে আসুন মানবতা হাত বাড়িয়ে দেই। প্রতিবেশী যারা অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করছে তাদের পাশে দাঁড়াই। এ অনুরোধ আপনাদের প্রতি রাখছি।
আপনার এই সামান্য সহযোগিতা হয়তো তাদের মুখের হাসি মহান রাব্বুল আলআমীন আপনাদেরকে আরো সুন্দর হাসির দিন উদযাপনে সহায়ক হবেন, এই কামনা করছি। পরিশেষে সকলকে আবারো ঈদ মোবারক।
ঘরে থাকুন নিরাপদে থাকুন, পরিবারের সদস্যদের কে নিরাপদে রাখুন, দেশকে নিরাপদে রাখুন। মহান আল্লাহ আমাদের সকলের প্রতি সহায় হোন।
আমীন।
আপনাদের শুভ কামনায়
ফাতেমা আক্তার সাথী
গৃহবধূ, ষ্ট্যান্ড রোড।
চাঁদপুর।