রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৯:৩৬ অপরাহ্ন
সবর্শেষ সংবাদ :
দুদক চেয়ারম্যান ও কমিশনার নিয়োগে সার্চ কমিটি গঠন শপথ নিলেন আরও তিন উপদেষ্টা মতলব উত্তরে মা ইলিশ সংরক্ষণের অভিযানে ২২ দিনে সাফল্য সূর্য তরুণ ব্লাড ডোনার ক্লাব’ মতলব এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন মতলব উত্তরে নাউরি আদর্শ ডিগ্রি কলেজের নবগঠিত এডহক কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত গুম-খুন ও টাকা পাচারকারী কিভাবে পালিয়ে গেল, জনগণ জানতে চায়’ চাঁদপুরে কৃষি ব্যাংকের এজিএম কাইয়ুম খানকে লক্ষ্মীপুরে শাস্তিমূলক বদলী জামায়াতে ইসলামী দল কখনো অন্যায় ও দূর্নীতিকে প্রশ্রয় দেয় না ..অ্যাড.মাসুদুল ইসলাম বুলবুল ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্মরণ সভা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের প্রধান রূপকার তারেক রহমান — ড. মোহাম্মদ জালাল উদ্দিন চাঁদপুরে  ডাক্তার তানিয়ার ভূল চিকিৎসায় মায়ের গর্ভে নবজাতকের মৃত্যু! ১ লাখ টাকায় রফাদফা

জয়পুরহাটের আক্কেলপুরে সেপ্টিক ট্যাংকি পরিস্কার করতে গিয়ে ৬ জনের মর্মান্তিক মৃত্যু

  • আপডেটের সময় : বুধবার, ৩১ জুলাই, ২০১৯
  • ৬৯ বার পঠিত হয়েছে

জয়পুরহাট প্রতিনিধি ঃ
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের জাফরপুর পলাশবাড়ী হিন্দুপাড়া গ্রামে একটি নির্মানাধীন সেপ্টিক ট্যাংক পরিস্কার করতে গিয়ে শ্রমিক সহ ৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ৩ জন। আহতদেরকে নওগাঁ হাসপাতাল ও আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এদের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

নিহতরা হলেন- জাফরপুর হিন্দু পাড়া গ্রামের নিখিলচন্দ্র দাসের (বাড়ির মালিক) ছেলে প্রিতম চন্দ্র দাস(২০), তার চাচা মৃত গোবিন্দ চন্দ্রর ছেলে ভুট্টু চন্দ্র দাস(৪০), গণিপুর গ্রামের সামছুল আকন্দর ছেলে (হেড মিন্ত্রি) শাহিন হোসেন (৩৫), বগুড়া জেলার দুপচাচিঁয়া উপজেলা খলিশ^র গ্রামের খলিলুর রহমানের ছেলে মুকুল হোসেন (৩৫), গণিপুর গ্রামের রেজাউল করিমের ছেলে (শ্রমিক) সজল হোসেন (১৫), একই গ্রামের শাফি আলমের ছেলে (শ্রমিক) শিহাব হোসেন(১৮)। আহত জাফরপুর হিন্দু পাড়া গ্রামের দীলিপ চন্দ্র (২৮)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জাফরপুর পলাশবাড়ী গ্রামের নিখিল চন্দ্রের বাড়িতে মিস্ত্রিগণ গত কয়েকদিন আগে টয়লেটের সেপটি ট্যাংক নির্মান করে ট্যাংকের মুখ বন্ধ করে চলে যায়। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে ওই নির্মানাধীন সেপটি ট্যাংকের ছাদ ঢালাই এর সার্টার খুলতে শ্রমিক শাহিন ট্যাংকির নিচে নেমে আর উঠতে পারে না। এসময় শাহিনকে বাঁচাতে গিয়ে অন্যরা একে একে সবাই ট্যাংকিতে আটকা পড়ে প্রচন্ড গ্যাসে অসুস্থ হয় । খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাদেরকে উদ্ধার করলে ঘটনাস্থলেই ৪ জনের মৃত্যু হয়। বাকি ৫ জনকে হাসপাতালে পাঠানোর পর চিকিৎসাধিন অবস্থায় ২ জনের মৃত্যু হয়।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কিরন কুমার রায় জানান,নিহত ৬ জনের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরী করা এবং ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়ে দেয়া হয়েছে।

আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত ষ্টেশন অফিসার বজলুর রশিদ বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে ৬ জনের মরদেহ উদ্ধার করি এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com