স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। এসময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২০৮ জন।
সোমবার সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন জানান, করোনা ভাইরাসে ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ৫ জন মারা গেছে। এছাড়াও উপসর্গ নিয়ে আরো ৪ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ৭৩১ জনের নমুনা পরীক্ষা করে ২০৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এতে আক্রান্তের হার ২৮ দশমিক ৩২ শতাংশ। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৪৩৪ জন। জেলায় মোট মৃত্যু ১৬৪ জন।
বিভিন্ন উপজেলায় হাসপাতালে ভর্তি রয়েছে ৮৩৫ জন। করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছে ৫ হাজার ৪৬৩ জন।