কাওসার আলী, টাঙ্গাইল সদর প্রতিনিধি:
ই-এমআইএস ইনিশিটিয়েটিভ’ প্রকল্পের মাধ্যমে টাঙ্গাইল জেলার পরিবার পরিকল্পনা কার্যক্রমের তথ্য উপাত্ত ব্যবস্থাপনা পেপারলেসকরণ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে জেলা পরিবার-পরিকল্পনা বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ. খ. ম. মহিউল ইসলাম।
মতবিনিময় সভায় টাঙ্গাইলের জেলা প্রশাসক মো: শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব ও সিনিয়র স্ট্রাটেজিক এন্ড টেকনিক্যাল এ্যাড্ভাইজার, মেজর ইভালুয়েশন মুহাম্মদ হুমায়ন কবির, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যুগ্ম সচিব ও পরিচালক (এমআইএস) মনোজ কুমার রায়, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারফ হোসেন খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন টাঙ্গাইল পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক লুৎফর কিবরিয়া। এ সময় জেলার বিভিন্ন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মেডিকেল অফিসার উপস্থিত ছিলেন।