স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলে উপ-শহর খ্যাত এলেঙ্গায় ‘এলেঙ্গা রিসোর্ট লিঃ’ বাংলাদেশ সমাচারের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে এ আনন্দ র্যালি, মাদক, সন্ত্রাস, বাল্য বিবাহ, ইভটিজিং ও প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সমাচারের টাঙ্গাইল প্রতিনিধি মোঃ নাছির উদ্দিনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ তারিফুজ্জামান মিয়া, এলেঙ্গা হাইওয়ে কমিউনিটি পুলিশের সভাপতি লায়ন মোঃ শাহ আলম মোল্লা, এলেঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মাছুদুর রহমান মিলন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টন, প্রগতি লাইফ ইন্সুঃ লিঃ (মেট্রো) ধনবাড়ী শাখার ম্যানেজার জাহীদুল আলম রনী, আলোর দিশারী প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শহিদুল ইসলাম,
সাংবাদিক আজিজুল হক জুয়েল, শামীম আল মামুন, মাহফুজুর রহমান মামুন, রাকিব হাসান হৃদয়, আবু সায়েম, মনির হোসেন মোল্লা, মাজহারুল ইসলাম কুয়াশা, মোজাফর আহমেদ, জাকারিয়া লেলিন, কামরুল হাসান কাজল, মোঃ শাহ আলম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ সমাচারের ধনবাড়ী প্রতিনিধি সৈয়দ সাজন আহমেদ রাজু ও কালিহাতী প্রতিনিধি আপন আর্য্য।