মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৭ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আটটি ড্রেজার জব্দ // আটক ১৬ মতলব উত্তরে মেঘনা নদীতে অভিযানে রাক্ষুসে বেহুন্দী জাল জব্দ সুবর্ণা মুস্তাফাকে বিমানবন্দরে আটকে দিল ইমিগ্রেশন পুলিশ স্বর্ণজয়ী শুটার সাদিয়া আর নেই চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ বাহার মিয়া গ্রাম পুলিশকে দিকনির্দেশনা  বীরগঞ্জে বিষ্ণু মন্দিরের রেকর্ডীয় জমির ২ লক্ষাধিক টাকার ধান কেটে নিয়েছে দুর্বৃত্তরা। চাঁদপুরে শুভ উদ্ধোধন করা হয়েছে বাঙালিয়ানা রেস্টুরেন্টে এন্ড ক্যাটারিং  নওগাঁয় ট্রেনে কাটা পরে শিক্ষার্থীসহ তার বাবার মৃত্যু মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের গাছ কেটে নেয়ায় ১৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ  মতলব উত্তরে কবরস্থানে উন্নয়নে গাছ কর্তনে বাঁধা ; গ্রামবাসীর মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে ডিসি’র কাছ থেকে গরু পেয়ে আন‌ন্দে অশ্রু‌সিক্ত ম‌নোয়ারা

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১
  • ১০৮ বার পঠিত হয়েছে

মোঃ আবুল হাসান ঠকুরগাঁও ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাস‌ক ড. কে এম কামরুজ্জামান সে‌লিম এর কাছ থে‌কে গরু ও আর্থিক সহায়তা পে‌য়ে আন‌ন্দে অশ্রু‌সিক্ত হ‌য়ে‌ছে শহরের আদর্শ কলোনির বৃদ্ধা ম‌নোয়ারা খাতুন।

বৃহস্প‌তিবার (২২ এ‌প্রিল) দুপুরে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সে‌লিম মনোয়ারা খাতুনকে এক‌টি গরু ও কিছু আর্থিক সহায়তা এবং চাল, ডাল তেল সহ শুকনা খাবার উপহার দেন। আশা পূরণের আনন্দে এসময় অশ্রুসিক্ত হয়ে পড়েন বৃদ্ধ এই মনোয়ারা খাতুন।

উল্লেখ্য- বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও জেলা প্রশাসন এর আয়োজনে জেলায় কর্মরত ৬১টি দপ্তর এবং কিছু এনজিও ও জনপ্রতিনিধির আর্থিক সহায়তায় শতভিক্ষুককে বকনা বাছুর উপহার হিসেবে প্রদান করা হয়েছিল। মনোয়ারা খাতুন তখন ওই উপহার থেকে বঞ্চিত হন। অর্থাৎ তিনি তখন বকনা বাছুর পাননি। প‌রে বিষয়টি জানতে পারেন জেলা প্রশাসক।

প্রতি বুধবার জেলা প্রশাসক যে গণশুনানি করেন সেখানে উপস্থিত হন মনোয়ারা খাতুন ।

গণশুনানিতে সাধারণত স্বল্প পরিসরে চিকিৎসা সহায়তা, বই ক্রয়ের জন্য সহায়তা, ফরম ফিলাপের জন্য সহায়তা, জমি-জমা সংক্রান্ত সহায়তা ইত্যাদি সহায়তা করা হয়। সেখানে কাউকেই গরু-ছাগল বা এ জাতীয় সহায়তা সাধারণত করা হয় না। তবে মনোয়ারা খাতুন গণশুনানিতে জেলা প্রশাসক‌কে এমনভাবে কনভিন্স করেছে যে, জেলা প্রশাসক তার আবদার ফি‌রি‌য়ে দি‌তে পারেন নি।

মনোয়ারা খাতুনের ভিতরে ভীষণ হার না মানা আত্মবিশ্বাস দেখে, জেলা প্রশাসক মনোয়ারা খাতুনকে খুশি করার জন‌্য এক‌টি গরু ও কিছু আর্থিক সহায়তা এবং চাল,ডাল তেল সহ শুকনা খাবার উপহার দেন, জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সে‌লিম।

জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সে‌লিম জানান, ঠাকুরগাঁও জেলা প্রশাসন একইভাবে আনন্দিত মনোয়ারা খাতুনের আনন্দে। এভাবে ছোট ছোট আনন্দ মানুষের মুখে ফুটানোই জেলা প্রশাসন ব্রত।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com