মোঃ আবুল হাসান ঠকুরগাঁও ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম স্যারের নির্দেশনাক্রমে ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়নের কোলনীপাড়ায় আব্দুর রহমানের বাড়ীতে ১টি গাছে ১৭ টি লিচুর সাথে ১টি আম ধরায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়,পরবর্তীতে আমটি কে/কাহারা ছিড়ে ফেলে যার ফলে এ বিষয়ে গবেষণা বাধাগ্রস্ত হয়।
ঠাকুরগাঁওয়ে লিচু গাছে আম ধরার ঘটনায় প্রশাসনের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
২২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ১১টায় সদর উপজেলার বালিয়া ইউনিয়নের মুটকি বাজার কলোনীপাড়া আব্দুর রহমানের গাছটি পরিদর্শন করেন।
এসময় তদন্ত কমিটির প্রধান উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে উপজেলা কৃষি অফিসার মনোয়ার হোসেনসহ চার সদস্য বিশিষ্ট্য কমিটির সদস্যরা উপস্থিত হয়ে লিচু গাছে আম ধরা ও ছিড়ে ফেলার বিষয়ে স্থানীয় এলাকাবাসির জবানবন্দী গ্রহন করেন।
এসময় তদন্ত কমিটির প্রধান আব্দুল্লাহ আল মামুন ও কৃষি অফিসার মনোয়ার হোসেন জানান, আমটি ছিঁড়ে ফেলার কারনে গবেষণা করতে সমস্যার সৃস্টি হয়েছে। তবে ভিডিও এবং অন্যান্য নমুনা ইতোমধ্যে সংশ্লিস্ট গবেষনা কেন্দ্রে পাঠানো হয়েছে।
দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট প্রদান করা হবে। সেই সাথে গাছ সংরক্ষনের জন্য স্থানীয় জনপ্রতিনিধিকে নির্দেশ প্রদান করার পাশাপাশি আগামী বছরে মুকুল আসা পর্যন্ত অপেক্ষার কথা জানান।
এসময় উক্ত এলাকার ইউপি সদস্যসহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত সকলের সাথে কথা বলেন এবং স্বাক্ষ্য গ্রহণ করেন।
অন্যদিকে লিচু গাছে আমটি কোনভাবে স্থাপন করা হয়েছিল কি না জানতে চাইলে গাছের মালিক আব্দুর রহমান তা মানতে নারাজ।