মোঃ রেদওয়ানুল হক মিলন- ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পৃথক দুটি সংর্ঘষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীসহ ১২ জন আহত হয়েছেন। আহতরা বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসা নিচ্ছেন।
গতকাল শুক্রবার সকালে বড়বাড়ী ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামে জমি মাপযোগের সময় দুপক্ষের সংঘর্ষে ৮ জন এবং গতকাল শুক্রবার রাতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে লাহিড়ী বাজারে দুপক্ষের সংঘর্ষে ৪ জন হয়েছে বলে জানান বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক।
তিনি বলেন, লাহিড়ী বাজারের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতালে আহতদের সঙ্গে কথা বলে তদন্ত শুরু করেছে। বড়বাড়ী ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের জমি মাপযোগের ঘটনার কথা মৌখিক ভাবে জানানেও আজ শনিবার সকাল ১০টা পর্যন্ত কোন পক্ষ লিখিত অভিযোগ দেয়নি।
জমি নিয়ে সংঘর্ষে আহতরা হলেন-দেলোয়ার হোসেন, নাজমুল হোসেন, আসমা বেগম, পারুল বেগম, আফরোজা বেগম, মনোয়ারা বেগম, আসমা বেগম, সুমন আলী। এদর সকলে বাড়ী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামে।
অন্যদিকে লাহিড়ী বাজারে সংঘর্ষে আহতদের পরিচয় পাওয়া যায়নি। জানা গেছে, গতকাল শুক্রবার রাত ৯ টায় লহিড়ীর বাজারে জামিরুল তার মুদির দোকানের বাকির টাকা চাইতে গেলে লাহিড়ী বড়পুল এলাকার যতিন চন্দ্র সিংহের দুই ছেলে উত্তম চন্দ সিংহ ও উজ্জল চন্দ্র সিংহ চরাও হয়ে জামিরুলকে বেদম ভাবে মারপিঠ করে।
এ ঘটনাকে কেন্দ্র করে পাল্টা হামলা চালায়। এতে ৪ জন আহত হয়।