অধ্যক্ষ মোঃ নুর খানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সাবিকুর নাহারের সাবলীল সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ রুহুল্লাহ।
তিনি বলেন, আগস্ট বিপ্লবটা কাদের হাতে হয়েছে? তোমাদের মতো ছাত্রদের হাতে।দেশের পরিবর্তন যদি তোমরা করে থাকো, দেশকে গড়ে তোলতে হলে আগে নিজেকে গড়ে তুলতে হবে।বর্তমান সরকার ঘোষণা দিয়েছে জানুয়ারি মাসের ৩০ তারিখের মধ্যে খেলাধুলা শেষ করতে হবে। আমরা সেই ভাবে কাজ করছি। আমার নিজ জেলা চাঁদপুর। আমার বাড়ি ফরিদগঞ্জ উপজেলায়। তাই আমি চাঁদপুর জেলার শিক্ষার মানোন্নয় করতে চাি। শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শেষ হয়েছে। এপ্রিল মাসে জাতীয় শিক্ষা সপ্তাহ শুরু হবে। সেখানে এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সুনাম বয়ে আনবে। আপনারা অভিভাবকরা সন্তানদের কে বিদ্যালয়ে পাঠিয়ে ঘরে চুপ করে বসে থাকবেন না, সে সঠিক ভাবে বিদ্যালয়ে যায় কিনা তার খোজ নিতে হবে। কখনোই তাদেরকে মোবাইল দিবেন না। এটা হলো ডিজিটাল মাদক। তাতে তোমাদের মস্তিস্ক নষ্ট হয়ে যাবে। এটা যত বেশি দেখবে তত বেশি তোমার মস্তিস্কের হরমনকে নষ্ট করে দিবে। মোবাইল আসক্ত হয়ে পরলে এ যন্ত্র ছাড়া তোমার আর কিছু ভালাগবে না। আপনার অজান্তে সন্তান জবই হয়ে যাবে। আপনাকে খেয়াল রাখতে হবে আপনার সন্তান কোনো ভাবেই এই যন্ত্রের অপব্যাবহার না করে। জেলা পর্যায়ের খেলায় অংশ গ্রহন করে বর্তমানে বিভাগীয় পর্যায়ে চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের কত জন শিক্ষাক্ষার্থী সাফল্য এনেছে তা আগামী কাল দেখবো। চাঁদপুর জেলায় চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলকে মানুষ মনে করে ধনীদের স্কুল। অন্যান্য স্কুলের তুলনায় এই স্কুলে বেতন একটু বেশি। যারা সামর্থ্যবান তারাই তাদের সন্তানদেরকে এই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি করায়। সামর্থ্যবান ব্যক্তিদের সন্তানেরা অনেক সময় ফার্মের মুরগি হয়ে যায়। তারা খেলাধুলা করতে চায় না শুধুই মোবাইল নিয়ে পড়ে থাকে। আমরা তোমাদেরকে এমন দেখতে চাই না। আজকে যারা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয় হয়েছে তারা পুরস্কার পাচ্ছ। আর যারা বিজি হতে পারো নি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। কেননা তোমাদের কারণেই আজকে তারা বিজয়ী হতে পেরেছে। তোমরা যদি অংশগ্রহণ না করতে তাহলে আজকে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তারা হত না। তাই তোমরাও আগামীতে পুরস্কার পাওয়ার মনোভাব নিয়ে খেলাধুলায় অংশগ্রহণ করবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ সিবলি সাদিক।
উপস্হিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের উপাধ্যক্ষ ফয়সাল ফরাজী, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের উপাধক্ষ্য রেজাউল করিম, কো অডিনেটর রাজিয়া সুলতানা।
শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলোয়াত ও গীতা পাঠ করা হয়। ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ নুর খান। সবশেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিগণ পুরস্কার তুলে দেন।