গত কিছুদিন পূর্বে যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও কিছু চিহ্নিত ক্যাডার নিয়ে বৃক্ষরোপণের নামে জায়গা দখলের পায়তারা করে কিছু সাংবাদিকদের উপস্থিতিতে। ওই দিন ভয়ভীতি ও অস্ত্রের মহড়া দিয়ে আবারও বাঁশ দিয়ে বেড়া দেয়। বিষয়টি নিয়ে সানাউল হক বাবু তিতাস থানায় একটি অভিযোগ দায়ের করেন। এবং তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড বরাবর পৃথক ২ টি অভিযোগ পত্র দায়ের করেন।
তিনি অভিযোগ করে বলেন, মোসলেম উদ্দিন ও তার ছেলে ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে আনোয়ার হোসেনের ছেলে মিহাদ, মুনাফের ছেলে বাবু, মোফাজ্জলের ছেলে ইয়াছিন, মোস্তফার ছেলে নবীর হোসেন ও মোজাম্মেলসহ আরও ৩০-৩৫ জন মিলে আমার বৃদ্ধ চাচীকে অস্ত্রের ভয় দেখায়, তিনি ভয়ে ঝোপের ভিতর লুকান। আমার ভাতিজি ৭ ম শ্রেণীর ছাত্রী লাইশা ( ছদ্মনাম) সে তাদেরকে বাঁধা দিলে তারা তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে। সে এবং তার ছোট ছোট আরও ৬ বোন সারা রাত ঘুমাতে পারে নি ভয়ে। তাদের বাবা বাড়িতে থাকে না। ছেলে বলতে কেউ নেই।
শোকনদের অত্যাচারে ২১ পরিবারের কেউ শান্তিতে বসবাস করতে পারছে না। টাকা পয়সার গরমে তারা মানুষকে মানুষ মনে করছে না। তিনি আরও বলেন, আমি আমার অসহায় পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভূগছি।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা আক্তার বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কেউ কারো চলাচলের রাস্তা বন্ধ করতে পারে না ।
অভিযুক্ত ব্যক্তি প্রভাষক ওয়াহিদুজ্জামান শোকনের বাসায় গেলে তার বাবা বলেন, আমি কিছু বলতে পারব না। আমার ছেলে শোকন কুমিল্লা থাকে। সে সব বলতে পারবে। তবে আমার ক্ষেতের উপর দিয়ে রাস্তা গেছে। রাস্তার অপরপাশেও আমার জায়গা আছে। আমি আমার জায়গায় গাছ লাগাতেই পারি। জায়গা দখল করব কেন?