শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৪ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
মতলব উত্তরে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার ‘মতলব উত্তর উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কাজ উদ্বোধন ‘ চাঁদপুরে  বিশেষ টাস্কফোর্সের  অভিযান।  ৩টি প্রতিষ্ঠানকে ১৪,০০০/- টাকা জরিমানা। পৌর পীর মহসিন উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়েন  বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরন  আক্কাস আলী রেলওয়ে একাডেমীর বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরন ও নবীন বরণ সম্পন্ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরন  অভিনব কায়দায় কম্বলের ভিতর গাঁজা // অটো চালকের বুদ্ধিমতায় মাদক কারবারি আটক কোড়ালিয়া পৌর রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন  গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  বার্ষিক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ  প্রবীণ সাংবাদিক আহছানুজ্জামান মন্টু আর নেই

তিতাসের ২১টি পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে প্রভাবশালী শোকনের ভয়ে

  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২০
  • ৮১ বার পঠিত হয়েছে
নিজস্ব প্রতিবেদক  ।।   

তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের দুর্লভদী মাছিমপুর গ্রামের নিরীহ একটি পরিবারকে হুমকি ধমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন মৃত মনতাজ উদ্দিনের ছেলে সানাউল  হক বাবু। একই গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে শোকন ও তার পরিবার  তাদের উপর অত্যাচার করছে বলে জানান বাবু।   সরেজমিনে গিয়ে জানা  যায়, ঘটনার সূত্রপাত একটি গোপ্টাকে কেন্দ্র করে।  জানা যায় একটি সরকারি গোপ্টা সানাউল হক বাবুর বাড়ির সামনে অবস্থিত।  এই গোপ্টাটিই হচ্ছে সানাউল হক বাবুর পরিবারসহ ২১ টি পরিবারের একমাত্র চলাচলের পথ।  পাশেই রয়েছে মোসলেম উদ্দিনের ক্ষেত। সে দাবী করছে এই গোপ্টাটি  তাদের কিন্তু কোন কাগজপত্র দেখাতে পারেন নি।

জুন মাসের ২৭ তারিখ বাঁশ দিয়ে বেড়া দিয়ে পথ বন্ধ করে দেয় মোসলেম উদ্দিন ও তার ছেলে ওয়াহিদুজ্জামান শোকনসহ তার দলবল।  স্থানীয় ওয়ার্ড মেম্বার  আঃ হক সাহেবের হস্তক্ষেপে বেড়া তুলে দিলেও এরপর আবার পথ অবরোদ্ধ করে বেড়া দেয়।  এরপর জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  মুজিবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতায় বেড়া তুলে দেয়।

গত কিছুদিন পূর্বে  যুবলীগ,  ছাত্রলীগের নেতৃবৃন্দ ও কিছু চিহ্নিত ক্যাডার নিয়ে বৃক্ষরোপণের নামে জায়গা দখলের পায়তারা করে কিছু সাংবাদিকদের উপস্থিতিতে।  ওই দিন ভয়ভীতি ও   অস্ত্রের মহড়া দিয়ে আবারও বাঁশ দিয়ে বেড়া দেয়। বিষয়টি নিয়ে সানাউল হক বাবু তিতাস থানায় একটি অভিযোগ দায়ের করেন। এবং তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড বরাবর পৃথক ২ টি অভিযোগ পত্র দায়ের করেন।
তিনি অভিযোগ করে বলেন, মোসলেম উদ্দিন ও তার ছেলে ওয়াহিদুজ্জামান এর নেতৃত্বে আনোয়ার হোসেনের ছেলে মিহাদ,  মুনাফের ছেলে বাবু, মোফাজ্জলের ছেলে ইয়াছিন, মোস্তফার ছেলে নবীর হোসেন ও মোজাম্মেলসহ আরও ৩০-৩৫ জন  মিলে আমার বৃদ্ধ চাচীকে অস্ত্রের ভয় দেখায়,  তিনি ভয়ে ঝোপের ভিতর লুকান। আমার ভাতিজি ৭ ম শ্রেণীর ছাত্রী  লাইশা ( ছদ্মনাম) সে তাদেরকে বাঁধা দিলে তারা তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে। সে এবং তার ছোট ছোট আরও ৬ বোন সারা রাত ঘুমাতে পারে নি ভয়ে। তাদের বাবা বাড়িতে থাকে না। ছেলে বলতে কেউ নেই।
শোকনদের অত্যাচারে ২১ পরিবারের কেউ শান্তিতে বসবাস করতে পারছে না। টাকা পয়সার গরমে তারা মানুষকে মানুষ মনে করছে না। তিনি আরও বলেন, আমি আমার অসহায় পরিবারগুলো নিরাপত্তাহীনতায় ভূগছি।
এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মাৎ রাশেদা আক্তার বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।  তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে কেউ কারো চলাচলের  রাস্তা বন্ধ করতে পারে না  ।
অভিযুক্ত ব্যক্তি প্রভাষক ওয়াহিদুজ্জামান শোকনের বাসায় গেলে তার বাবা বলেন, আমি কিছু বলতে পারব না। আমার ছেলে শোকন কুমিল্লা থাকে।  সে সব বলতে পারবে। তবে আমার ক্ষেতের উপর দিয়ে রাস্তা গেছে। রাস্তার অপরপাশেও আমার জায়গা আছে। আমি আমার জায়গায় গাছ লাগাতেই পারি। জায়গা দখল করব কেন?

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com