রেজওয়ান আলী বিরামপুর প্রতিনিধি-
দিনাজপুর বিরামপুরে করোনা প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা। জানা যায়,বিরামপুরে চলমান এপ্রিলের প্রথম থেকে লকডাউনের ৬ষ্ঠ দিন পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে সরকার ঘোষিত বিধিনিষেধ অমান্য করায় ১১৪ টি মামলায় বিভিন্ন জনের কাছ থেকে ২৮ হাজার ৮০০ টাকা অর্থদন্ড ২ জনের ১ মাস করে ২ মাস কারাদণ্ড ও ১ জনকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।
চলমান লকডাউনের জন সমাগম নিয়ন্ত্রণের জন্য স্হানীয় প্রশাসন সর্বাত্মক চেষ্টা করতঃ উল্লেখ করে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার এ বিষয়ে বলেন,উপজেলায় করোনা প্রতিরোধে কঠোর ভাবে লকডাউন মানতে সাধারণ মানুষকে বাধ্য করতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব না মানায়, সরকার ঘোষিত যেসব দোকানপাট বন্ধ রাখার কথা সেগুলো খুলে রাখাসহ বিভিন্ন বিধিনিষেধ না মানার কারণে এসব মামলা ও জরিমানা করা হয়। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসকের নির্দেশে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করে উপজেলা প্রশাসনের অনুরূপ অভিযান অব্যাহত থাকবে। মানুষ যদি সচেতন না হয়,তাহলে শতভাগ স্বাস্থ্যবিধির সাফল্য আসবে না। একজনকে অর্থদণ্ড দেওয়ার মানে তাঁর আশপাশের মানুষ যেন আরো সচেতন হয়। উক্ত ‘অভিযানকালে সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি অনুসরণের আহ্বান জানানো হয় এবং স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে প্রচারণা অব্যাহত থাকবে বলে জানা যায়।।