মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৫:০৯ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
চাঁদপুরে ভোক্তা অধিকার ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ  অভিযান।  ১টি প্রতিষ্ঠানকে ৭০,০০০/- টাকা জরিমানা। চাঁদপুরে ২টা পাইপগানসহ ১৪ রাউন্ড কার্তুজ উদ্ধার মতলব উত্তরে কলস ভাঙ্গা হাফেজিয়া মাদ্রাসায় ১১তম বার্ষিকী ইফতার মাহফিল ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিল বিচার-সংস্কার-নির্বাচন এই তিনটি বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ—-শেখ মোহাম্মদ জয়নাল আবেদীন  শাহরাস্তিতে ট্রেনে কাটাপড়ে যুবকের মৃত্যু *শ্বশুরের লালসার শিকার পুত্রবধূ, ৭ মাসের অন্তঃসত্ত্বা!* চাঁদপুরে  ভোক্তা অধিকারের অভিযান।  ২টি প্রতিষ্ঠানকে ৩০,০০০/- টাকা জরিমানা। ঢাকা তিতুমীর কলেজস্হ  ছাত্র কল্যাণ পরিষদের ইফতার মাহফিলে আগামীর নতুন বাংলাদেশ বিনিমানে বাসি তারেক রহমানের নেতৃত্বের সারথী হতে ঐক্যবদ্ধ রয়েছে — মোস্তফা খান সফরী চাঁদপুর পৌর ৪নং ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন, দোয়া ও ইফতার মাহফিল নগর সমম্বয় কমিটির সভা  ঈদের আগেই পুরান বাজার ৩টি সড়কের কাজ সমাপ্ত করা  হবে,,,পৌরসভার প্রশাসক মোঃ গোলাম জাকারিয়ার

দূর্গাপুরে নেতাদের ছবিতে সাজানো বিয়ে বাড়ি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৮৬ বার পঠিত হয়েছে

আরিফুল রুবেল,নিজস্ব প্রতিবেদকঃ
রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামেরর একটি বিয়ে বাড়ির সাজসজ্জাতে প্রায় সবারই চোখ আটকে যাচ্ছিল। বিয়ে বাড়িতে সাজসজ্জা হবে, চোখ ধাধাঁনো আলোর ছড়াছড়ি ও আতসবাজি প্রদর্শনীও চলে, সবারই জানা কথা। কিন্তু এই বিয়ে বাড়ির সাজসজ্জা বেশ ব্যক্তিক্রম।
বিয়ে বাড়িতে প্রবেশদ্বার বা গেইট করা হয়েছে তিনটি। এগুলোর মধ্যে খাবার স্থলের প্রবেশদ্বারটি সাজানো হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ছবি দিয়ে। আরেকটি সাজানো হয়েছে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দ্বারা। আর অন্যটিতে রয়েছে বাড়ির কর্তা ঝালুকা ইউনিয়নের চেয়ারম্যান মোজাহার আলী মন্ডলসহ বঙ্গবন্ধু ও অন্যান্য নেতাকর্মীর ছবি।
মোজাহার চেয়ারম্যানের মেজো ছেলে তাজমহল মন্ডল ও ছোট ছেলে সান্টু মন্ডলের বিয়েতে এভাবেই নেতাদের ছবি দিয়ে সাজানো হয়েছে প্রবেশ দ্বারগুলো। শুধু প্রবেশদ্বার নয় পুরো বাড়ির বিভিন্ন দেয়াল সাজাতে ব্যবহার করা হয়েছে আওয়ামী লীগ নেতাদের ছবি। বুধবার দুই ছেলের বৌভাত ছিল।
তার বাড়ির দেয়ালে রয়েছে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য, মহানগর সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, পুঠিয়া-দুর্গাপুরের সাবেক সাংসদ প্রয়াত তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক, জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, পুঠিয়া-দুর্গাপুরের বর্তমান সাংসদ প্রফেসর ডাঃ মনসুর রহমান, জেলা যুবলীগের সহ-সভাপতি ওবায়দুর রহমানসহ জাতীয়, জেলা ও স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীর ছবি।
চেয়ারম্যান মোজাহার আলী মন্ডল বলেন, আমার পছন্দের মানুষের ছবি লাগিয়েছি। এটা ব্যাক্তিগত পছন্দের ব্যাপার, অন্য কিছু না। তিনি বলেন, তার নিমন্ত্রণে সাড়া দিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়েছিলেন, জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বর্তমান সাংসদ প্রফেসর ডাঃ মনসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সরদার, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল হক মাসুদ, জেলা যুবলীগের সহ-সভাপতি ওবায়দুর রহমানসহ জেলা-উপজেলা ও স্থানীয় পর্যায়ের অসংখ্য নেতাকর্মী।
জানা গেছে, বিয়ে বাড়িতে প্রায় ১০ হাজার মানুষকে নিমন্ত্রণ করা হয়। তাদের আপ্যায়নে ৬টি গরু, ৮টি খাসি ও মুরগীর মাংসের ব্যবস্থা রাখা হয়েছিল।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com