ধর্ষণের অভিযোগে হলিউডের প্রভাবশালী প্রযোজক হার্ভে ওয়েনস্টেইনকে ১৬ বছরের কারাদণ্ড দিয়েছেন লস অ্যাঞ্জেলসের একটি আদালত।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার তাকে এই শাস্তি দেয়া হয়।
খবরে বলা হয়, ২০১৩ সালের ফেব্রুয়ারিতে একটি ফিল্ম ফেস্টিভ্যাল চলাকালীন হোটেল রুমে একজন অভিনেত্রীকে ধর্ষণ করার অপরাধে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
রায় ঘোষণার সময় নিজেকে নির্দোষ দাবি করে হার্ভে ওয়েনস্টেইন বলেন, দয়া করে আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দেবেন না।
৭০ বছর বয়সী এই হলিউড তারকা ইতিমধ্যেই নিউইয়র্কে পৃথক মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২৩ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
আদালতকে ভুক্তভোগী ওই নারী বলেছেন, যৌন নিপীড়নের কারণে তিনি অনেক বছর ট্রমার মধ্যে ছিলেন।
তিনি বলেন, সেই রাতের আগে আমি খুব সুখী এবং আত্মবিশ্বাসী নারী ছিলাম। আসামি আমাকে নির্মমভাবে লাঞ্ছিত করছে। এরপর আমার সবকিছু বদলে যায়। এই ক্ষতি পূরণ করার মতো নয়।
এ সময় আদালতকে হার্ভে ওয়েনস্টেইন বলেন, আমি ওই নারীকে চিনি না। আমি তাকে কখনোই ধর্ষণ বা যৌন নিপীড়ন করিনি। তিনি আরও বলেন, মামলাটিতে অনেক ভুল রয়েছে।
উল্লেখ্য, হার্ভে ওয়েনস্টেইনের বিরুদ্ধে এখন পর্যন্ত ৮০ জনেরও বেশি লোক ধর্ষণ এবং দুর্ব্যবহারের অভিযোগ এনেছেন।