আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হওয়ায়। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানার পুলিশ। আজ বুধবার সকালে ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে ওই শিশুকে বরই খাওয়ানোর লোভ দেখিয়ে ধর্ষণ করে কিশোর। এ ঘটনার পর অসুস্থ হয়ে পড়ে শিশুটি।
পরে তাকে উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে শিশুটিকে রাজশাহী মেডিকেলে পাঠান চিকিৎসকেরা। ভুক্তভোগীর মা বলেন, ‘কিশোর আমাদের প্রতিবেশী। আগে থেকেই বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলে আসছিল। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আমার পাঁচ বছরের মেয়ে বাড়ি এলে তাকে রক্তাক্ত অবস্থায় দেখি। মেয়েকে জিজ্ঞেস করলে কোনো কথা না বলেই অজ্ঞান হয়ে যায়। নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নারী ও শিশু আইনে মামলা হয়েছে। ওই কিশোরকে কিশোর সংশোধন কেন্দ্রে পাঠানো হয়েছে।