শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন
সবর্শেষ সংবাদ :
মতলব উত্তরে বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার ‘মতলব উত্তর উপজেলা পরিষদ কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কাজ উদ্বোধন ‘ চাঁদপুরে  বিশেষ টাস্কফোর্সের  অভিযান।  ৩টি প্রতিষ্ঠানকে ১৪,০০০/- টাকা জরিমানা। পৌর পীর মহসিন উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয়েন  বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরন  আক্কাস আলী রেলওয়ে একাডেমীর বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরন ও নবীন বরণ সম্পন্ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরন  অভিনব কায়দায় কম্বলের ভিতর গাঁজা // অটো চালকের বুদ্ধিমতায় মাদক কারবারি আটক কোড়ালিয়া পৌর রেজিঃ প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন  গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  বার্ষিক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ  প্রবীণ সাংবাদিক আহছানুজ্জামান মন্টু আর নেই

নওগাঁর মান্দা চৌবাড়িয়া হাটে খাজনার নামে অতিরিক্ত টাকা আদায়

  • আপডেটের সময় : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১
  • ৯১ বার পঠিত হয়েছে
আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ মান্দা উপজেলার চৌবাড়িয়া হাটে ক্রেতা বিক্রেতা উভয়ের কাছ থেকেই খাজনাসহ অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ উঠেছে।

এদিকে পশু বিক্রির খাজনার তালিকা পশুরহাটে টাঙানো হয়নি বলে জানা গেছে। যদিও সহজে দেখা যায় এমন কোনো জায়গায় ওই তালিকা টাঙানোর বিধান রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা যায়, এই হাটে প্রতিটি গরু ও মহিষের জন্য ৪০০টাকা এবং ছাগলের জন্য ২০০ টাকা খাজনা আদায় করার কথা। কিন্তু স্থানীয় সূত্রগুলোবলছে, হাটে এই নিয়ম মানা হয় না। ইজারাদারেরা ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করছেন। তাঁরা ক্রেতার কাছ থেকে গরু ও মহিষপ্রতি ৬০০ টাকা এবং বিক্রেতার কাছ থেকে ৫০ টাকা করে নিচ্ছেন। আর ছাগলের ক্ষেত্রে ক্রেতাকে ৪০০ ও বিক্রেতাকে ৫০ টাকা দিতে হচ্ছে।

নওগাঁ জেলার হাটগুলোর মধ্যে চৌবাড়িয়া হাটে পশু বেচাকেনা হয় বেশি। গত কাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, চৌবাড়িয়া হাটের ইজারাদারের লোকজন গরুর জন্য ক্রেতার কাছ থেকে ৬০০ ও বিক্রেতা ৫০ করে মোট ৬৫০ টাকা খাজনা নিচ্ছেন। আর ছাগলের জন্য ক্রেতা ৪০০ ও বিক্রেতা ৫০ মোট ৪৫০ টাকা দিচ্ছেন। তবে খাজনা আদায়ের ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা কাউকে খাজনার আদায়ের রসিদ দেওয়া হচ্ছে না। শুধু পশু বিক্রির রসিদ দেওয়া হচ্ছে।

চৌবাড়িয়া হাটে মান্দা উপজেলার দেলোয়াবাড়ী গ্রামের আরিফ হোসেন বলেন, ‘২২হাজার পাঁচশত টাকা দিয়ে একটি গরু কিনেছি। এর জন্য ৬০০ টাকা খাজনা দিতে হলো।’ গরুর বিক্রেতা শাফিউল বলেন, ‘আমাকেও এ জন্য ৫০ টাকা খাজনা দিতে হয়েছে।’ ক্রেতা মমিন হোসেন বলেন, ‘ছয় হাজার টাকা দিয়ে একটি খাসি কিনে ৪০০ টাকা খাজনা দিতে হলো।’ খাসির বিক্রেতা গফুর হক বলেন, ‘আমার কাছ থেকে খাজনা নিয়েছে ৫০ টাকা।’

গরুর ব্যবসায়ী এমদাদুল  বলেন, শুধু পশুর ক্রেতার কাছ থেকে খাজনা নেওয়ার নিয়ম। কিন্তু হাটে ইজারাদারের লোকজন বিক্রেতার কাছ থেকেও টাকা আদায় করছেন। প্রশাসনের নজরদারি নেই এখানে সবাই এসে টাকার কাছে বিক্রি হয়ে যায়

চৌবাড়িয়া হাটের ইজারাদারের পক্ষে খাজনা আদায়কারী সামাদ হোসেন অতিরিক্ত খাজনা আদায়ের কথা স্বীকার করে বলেন, ‘করোনাভাইরাস এর কারণে ক্রেতা- বিক্রেতা কম তাই খাজনা বেশি নেওয়া হচ্ছে’। চৌবাড়িয়া হাটের ইজারদার আব্দুস সামাদ কে হাটে না পেয়ে রশিদে থাকা মোবাইল নাম্বার ০১৭০৮৫২৮৬৯৬ ফোন দিলে রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল হালিম  বলেন,হাটে কেনা-বেচায় অতিরিক্ত খাজনা নেওয়ার কোনো সুযোগ নেই। যদি হাটের ইজারাদার অতিরিক্ত খাজনা আদায় করেন, তবে প্রমাণসহ কেউ অভিযোগ করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর খাজনার তালিকা টাঙানোর জন্য হাটের ইজারাদার কে বলা হয়েছে।

দয়া করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

এই বিভাগের আরও খবর

সম্পাদক ও প্রকাশক মোঃ বিপ্লব সরকার, যুগ্ম সম্পাদক মরিয়ম আক্তার হিরা, নির্বাহী সম্পাদক: মানিক বেপারী, বার্তা সম্পাদক রাজু আহমেদ, প্রধান প্রতিবেদক মানিক দাস, আলমাস হোসেন।

ঠিকানা এস এম গার্ডেন জেএম সেনগুপ্ত রোড চাঁদপুর মোবাইল ০১৭১৪২৪৮৫৮৯,ইমেল crimeaction24@gmail.com