আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নওগাঁ জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁ পৌরসভাধীন মধ্য দুর্গাপুর কাজী নজরুল শিক্ষা নিলয় প্রাঙ্গনে কেট কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাকিব খান, অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মেহেদী হাসান, সোহেল রানা সজীব, মনিরা সুলতানা প্রমূখ। আলোচনা সভায় বক্তাগণ বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন, গেস্টরুম নির্যাতন বিরোধী আইন পাশ, ক্যাম্পাস গুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ, নিরাপদ সড়ক, গবেষণা খাতে বরাদ্দ বাড়ানো এবং সকল ক্ষেত্রে কোটা বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। আলোচনা সভা শেষে, কাজী নজরুল শিক্ষা নিলয় এর মাঠে বৃক্ষরোপণ ও ছাত্র/ছাত্রীদের মাঝে কলম খাতা বিতরণ করা হয়েছে।