আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সদর উপজেলার দয়ালের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ২০ কেজি গাঁজাসহ মোঃ আব্দুল মতিন (২৩) ও মোঃ ফিরোজ হোসেন (২৭) নামের ২ যুবককে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৫, সিপিসি-৩ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জয়পুরহাট র্যাব ক্যাম্পের সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার সন্ধা সোয়া ৬ টার দিকে জেলার মহাদেবপুর উপজেলার গোপালপুর গ্রামের মোঃ ইন্তাজ আলীর ছেলে মোঃ আব্দুল মতিন ও দক্ষিণ লক্ষিপুর গ্রামের মৃত তায়েজ উদ্দিনের ছেলে মোঃ ফিরোজ হোসেনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
র্যাব আরও জানায় যে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁ জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। পরবর্তীতে তাদের বিরুদ্ধে নওগাঁর সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা দায়ের করা হয়েছে।