নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল আহসানুল কবির শামীম(৪৫) ও উপজেলা ছাত্রলীগের সাঃ সম্পাদক মোঃ শামীম(২৬)কে অপহরণ করার মামলার অভিযুক্তদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে ১২.১৫ মিনিট পর্যন্ত ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে বিরামপুর-ঘোড়াঘাট সড়কের উপর ওই কর্মসূচী পালন করা হয়। ভাদুরিয়া ইউনিয়নবাসী ও উপজেলা মানবাধিকার কর্মীবৃন্দের আয়োজনে ওই মানব বন্ধনে বক্তব্য রাখেন ভাদুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ ভাদুরিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. মোশারফ হোসেন নবাবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নিজামুল হাসান শিশির ও ভাদুরিয়া ইউ,পি চেয়ারম্যান বাবুল আহসানুল কবির শামীম। বক্তারা তাদের অপহরণ মামলার অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। উল্লেখ্য ২৩ ফেব্রুয়ারী দুপুরে দিনাজপুর শহরে ইউ,পি চেয়ারম্যান সহ কয়েকজনকে অপহরণের অভিযোগে ওই দিনই দিনাজপুর কোতয়ালী থানায় একটি মামলা দায়ের হয়। মামলার তদন্তকারী অফিসার এস আই রেজাউল করিম জানান ইতিমধ্যে ওই মামলায় ২ জনকে গ্রেফতর করা হয়েছে। মামলার তদন্ত কাজ চলছে ও অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।