নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ।
“টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ০৮ মার্চ দিনাজপুরের নবাবগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে র্যালি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে এবং বিভিন্ন বেসরকারী সংস্থার সহযোগিতায় বিকালে উপজেলা পরিষদ মিলনায়নতে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর পূর্বে একটি র্যালি বের করা হয়।