নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ।
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার
ঐতিহাসিক আশুড়ার বিল উন্নয়নের মাস্টার প্ল্যান প্রদর্শণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৬ ফেব্রুয়ারী বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই মাস্টারপ্ল্যান প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে স্থানীয় নানা শ্রেণী ও পেশার মানুষ অংশ গ্রহন করেন।মাস্টারপ্ল্যানে নানা অবকাঠামোর মাঝে থাকছে ১৫০ ফুট উচ্চতার একটি বঙ্গবন্ধু
টাওয়ার। যেখান থেকে দেখা যাবে নেপাল ও ভারতের সিমান্তে অবস্থিত বিশ্বের তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। টাওয়ারটি হবে কাঁচে ঘেরা। আর টাওয়ারের সিড়ি দিয়ে উঠতে দেখা যাবে বঙ্গবন্ধুর জীবনের নানা কর্মের চিত্র। মাস্টারপ্ল্যান প্রদর্শন ও উপস্থাপনের সময় এমনটিই জানালেন এসএআরএম এসোসিয়েটস লিমিটেডের প্রকৌশলী শেখ মাসুম মো. সালাউদ্দীন। তিনি জানান ৩ হাজার ৫০০ একর জমির উপরে তৈরী করা মাস্টার প্ল্যানে আরো যা থাকছে জলাধর সংরক্ষনের জন্য
প্রায় সোয়া ৯ কিঃ মিটার খাল খনন। থাকবে বনভূমি সংরক্ষনের ব্যবস্থা। প্রবেশ পথ থাকবে ৬টি। আরও থাকবে পানি ও বসার সুবিধা সহ নিরাপত্তার ব্যবস্থা। প্রায় ২৫ কিঃমিটার থাকবে ফুট ওয়ে। থাকবে ত্রীভূজ আকারের একটি ঝুলন্ত ব্রীজ। এছাড়াও থাকবে খাবারের দোকান স্থানীয় উৎপাদিত পণ্য সামগ্রীর দোকান ওয়াচ টাওয়ার উন্মুক্ত মঞ্চ ও উন্নতমানের কটেজ। এর আওতায় রয়েছে সীতাকোর্ট বৌদ্ধ বিহার ও মুনিরথানও। এমন ভাবে মাস্টার প্ল্যান করা হচ্ছে যেন আশুড়ার বিলে পর্যটকেরা এসে বেড়াতে ও থাকতে পারেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম বলেন বন আর বিলের প্রাকৃতিক যে সৌন্দর্য্য সেটাকে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউবা নামকরণ করেছে উত্তরাঞ্চলের সুন্দরবন কেউবা উত্তরাঞ্চলের অ্যামাজন বলে। তিনি আরও বলেন এই মাস্টার প্ল্যানই চুড়ান্ত নয়। কাজ চলছে এটি চুড়ান্ত করে সরকারের নিকট উপস্থাপন করা হবে। এরপর অর্থ বরাদ্দ পেলে
প্ল্যান মোতাবেক কাজ হবে। প্রদর্শিত মাস্টার প্ল্যান মোতাবেক অবকাঠামো
গুলো তৈরী করা হলে সেখানকার সৌন্দর্য বাড়বে। আসবে দেশ বিধেশ থেকে
পর্যটকরা। বাড়বে রাজস্ব আয়। সুযোগ সৃষ্টি হবে কর্মসংস্থানেরও। উল্লেখ্য
নবাবগঞ্জ উপজেলা সদর থেকে উত্তর পশ্চিম দিকে প্রায় দেড় কিঃ মিঃ দূরে সরকার ঘোষিত জাতীয় উদ্যানের শালবনের কোল ঘেষে ওই বিলের অবস্থান। ওই বিল নিয়ে রয়েছে বিচিত্র কাহিনী। অতি প্রাচীনকালে দেবতা ও অশুরদের মধ্যে লড়াই চলছিল
আধিপত্য বিস্তার নিয়ে। সেখানে দেবতাদের নিকট অশুরেরা পরাজিত হয়েছিল। দেবতাদের খঞ্জরের আঘাতে অশুরদের ঝরা রক্ত তাদেরই পায়ে দেবে যাওয়া গর্তে ভরে গিয়েছিল বলে অশুরের বা আশুড়ার বিল নামকরন করা হয়। অনেকে বলেন ওই বিলের চারপাশ
থেকে ৮০টি দ্বার বা নালা চতুর্দিকে ছড়িয়ে গেছে বলে আশি নালা বা আশুড়া
নামের উৎপত্তি হয়েছে। বিশাল ওই বিলের গভীরতা ও কাদার তলানী এবং চারপাশ বেষ্টিত শালবন এক সময় নানা কিংবদন্তীর জন্ম দেয়। বিলের মাঝে কতিপয় স্থানের নাম আছে যেগুলোকে কেন্দ্র করে আরো কিছু চমৎকার কাহিনীও রয়েছে। যেমন পাতিলদহ,
বুড়িদহ,কাজলাদহ, পীরদহ,মুনির আইল ও মুনির থান ইত্যাদি।