নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ। দনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ নুর নাহার বেগম(২৮) নামে এক মহিলাকে গ্রেফতার করেছে। সে উপজেলার হেলেঞ্চা গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী। পুলিশ জানায় মঙ্গলবার দিনগত রাতে নবাবগঞ্জ থানার এস আই বিভ’তি ভ’ষন ব্রতী রায় গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের আলমগীর হোসেনের বাড়ীতে অভিযান পরিচালনা করে ৮০ পিচ ইয়াবার ট্যাবলেট উদ্ধার সহ আলমগীরের স্ত্রী নুর নাহার কে আটক করে। এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। ওই মামলায় নুর নাহারকে গ্রেফতার দেখিয়ে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।