নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ।
দিনাজপুরের নবাবগঞ্জে করোনা ভাইরাস সংক্রান্ত গণটিকা কার্যক্রম বিষয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারী উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম এর সভাপতিত্বে তার
সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহাজাহান আলী জানান উপজেলা এলাকায় ১ লাখ ৯০ হাজার ৬০৫ জনকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল। এর মধ্যে এ পর্যন্ত টিকা প্রদান করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার জনকে। অর্থাৎ ৫৭% মানুষকে টিকা প্রদান সম্পন্ন করা হয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারী আরও ৩৩ হাজার ২১৮ জনকে টিকা প্রদানের কর্মসূচী গ্রহন করা হয়েছে। এ টিকা সম্পন্ন করা হলে উপজেলা এলাকায় ৭০% মানুষ টিকার আওতায় আসবে। সভায় টিকা কার্যক্রম সফল করতে বিভিন্ন ইউনিয়নে কেন্দ্র করে টিকা প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।