নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশিদঃ দিনাজপুরের নবাবগঞ্জে চলতি অর্থ বছরে আউশ প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ওই বীজ ও সার বিতরণের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শিবলী সাদিক। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কমকর্তা জানান ওই কর্মসূচীর আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে ৬টি ইউনিয়নের ৩৮০ জন কৃষক রয়েছেন।
এর মধ্যে বিনোদনগর ইউনিয়নের ৯০ জন, গোলাপগঞ্জ ইউনিয়নের ৬০ জন, ভাদুরিয়া ইউনিয়নের ৫০ জন, দাউদপুর ইউনিয়নে ২০ জন, মাহমুদপুর ইউনিয়নের ১০০ জন এবং কুশদহ ইউনিয়নে রয়েছেন ৬০ কৃষক। প্রতি কৃষকের মাঝেএক বিঘা করে জমি চাষাবাদের জন্য ৫ কেজি করে ব্রি-৪৮ জাতের ধান বীজ ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এম ও পি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। এ ছাড়াও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরন প্রকল্পের আওতায় এ অর্থ বছরে উন্নয়ন সহায়তা কার্যক্রমের ৫০% ভর্তূকি মূল্যে একটি কম্বাইন্ড হারবেস্টার কৃষি যন্ত্র বিতরণ করা হয়। অপর দিকে একই দিন সংসদ সদস্য শিবলী সাদিক নবাবগঞ্জ দোতালা বিশিষ্ট আধুনিক ডাকবাংলো নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করেন।