নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ। দিনাজপুরের নবাবগঞ্জে বয়স্ক বিধবা ও স্বামী নিগৃহীতা প্রতিবন্ধী ভাতাভোগী ব্যক্তিদের মধ্যে শতভাগ পেরোল প্রদান এবং ক্যান্সার কিডনী লিভার সিরোসিস জন্মগত হৃদরোগ থ্যালাসেমিয়া ও স্ট্রোকে প্যারালাইজড ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ ও দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ডিজিটাল সাদাছড়ি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোমের সভাপতিত্বে তাঁর সভাকক্ষে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা অফিসের বাস্তবায়নে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান উপস্থিত ছিলেন। এসময় সহকারী কমিশনার(ভ’মি) কামরুজ্জামান সরকার উপজেলা সমাজ সেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ক্যান্সার কিডনী লিভার সিরোসিস জন্মগত হৃদরোগ থ্যালাসেমিয়া ও স্ট্রোকে প্যারালাইজড ১৩ জনের মাঝে ৫০হাজার টাকা করে মোট ৬ লাখ ৫০ টাকার টাকার চেক ২ জন দৃষ্টিহীনের মাঝে ডিজিটাল সাদাছড়ি ও ১ জনের মাঝে শ্রবন যন্ত্র বিতরণ করা হয়।