নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ। দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের দঃ জয়দেবপুর গ্রামের রেজাউল হক নামে এক কৃষকের বোরো ধানের ক্ষেত পূর্ব শত্রুতার জের ধরে ক্ষতি সাধন করা হয়েছে। রেজাউল হক জানান তার মায়ের পক্ষ থেকে প্রাপ্ত ২৩ শতাংশ ওই জমি নিয়ে প্রতিবেশি ইছমাইল হোসেন আহাদ ওরফে বাচ্চু, ইস্তামুল হক ওরফে বাবু সহ ৫ জনের সাথে ৭ বছর ধরে মামলা চলে আসছে। তিনি জমি নিয়মিত ভোগ দখল করে আসছেন। চলতি মৌসুমেও বোরো ধান চাষ করেছেন। গত ২/৩ দিন ধরে তিনি ক্ষেতে গিয়ে ধান গাছ মরে যাচ্ছে দেখতে পান।
এর মধ্যে বিষয়টি নিয়ে অলোচনা চলাকালে ওই গ্রামের নজরুলের স্ত্রী ফিরোজা বেগম জানায় গত শুক্রবার ইফতারির সময় রেজাউল হকের প্রতিপক্ষের একজন ছেলেকে মাঠ থেকে কীটনাশক স্প্রে মেশিন নিয়ে ফিরতে দেখেছেন, যে নাকি ওই গৃহবধূকে দেখে হাসছিলেন। কৃষক রেজাউল জানান তার জমিতে ধান গাছ বিনষ্টকারী জাতীয় ঔষুধ প্রয়োগ করা হয়েছে। এতে তার প্রায় ২০ হাজার টাকার ক্ষতি সাধন হয়েছে। এ ব্যাপারে তিনি মঙ্গলবার ২৭ শে মার্চ থানায় অভিযোগ দায়ের করেছেন। থানার কর্তব্যরত অফিসার এ.এস.আই মিনহাজ অভিযোগ প্রাপ্তী নিশ্চিত করেছেন।