নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ।
চলতি বোরো মৌসুমে শস্য ভান্ডার হিসাবে পরিচিত দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা এলাকায় রাসায়নিক সার বিদ্যুত সরবরাহ পর্যাপ্ত থাকায় বোরো রোপন কাজে কোমর বেঁধে মাঠে নেমেছে চাষীরা।সময় মত রোপন না করতে পারলে ভাল ফলন পাওয়া যাবে না এমন লক্ষ্যকে সামনে রেখে তারা কঠিন শীত ও কুয়াশাকে উপেক্ষা করে বোরো রোপন কাজ চালিয়ে যাচ্ছে।
কৃষকেরা জানায় বর্তমানে বীজ,সার ও পানির কোন সমস্যা এবারে দেখা দেয় নাই। একবারে বোরো রোপনের কাজ শুরু হওয়ার কারনে শ্রমিক মজুরী বেড়েছে। ১ হাজার থেকে ১২’শ টাকা পর্যন্ত বিঘাপ্রতি শ্রমিক মজুরী দিতে হচ্ছে। রাসায়নিক সার বিক্রেতারা জানালেন সার পর্যাপ্ত রয়েছে। চলতি বোরো মৌসুমে এ পর্যন্ত সার ও বিদ্যুত পর্যাপ্ত পাওয়ায় চাষীরা নির্বিঘ্নে বোরো রোপনের কাজ করে যেতে পারছে। উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা যায় চলতি বোরো মৌসুমে উপজেলা এলাকায় ১৭ হাজার ২০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে।এর মধ্যে হাইব্রীড ৫ হাজার ৯৮০ হেক্টর ও উফশী ১২ হাজার ২২০ হেক্টর জমি রয়েছে।গত মঙ্গলবার পর্যন্ত লক্ষ্যমাত্রার ৪৫% জমিতে বোরো রোপন কাজ সম্পন্ন হয়েছে।