নবাবগঞ্জ(দিনাজপুর) থেকে সৈয়দ হারুনুর রশীদ। দিনাজপুরের নবাবগঞ্জে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভেজাল গুড়ের কারখানা থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বৃহস্পতিবার ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। নবাবগঞ্জ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মোকছেদুল মমিন জানান আদালত উপজেলার বিনোদনগর ইউনিয়নের কপালডাড়া গ্রামের গুড় কারখানা মাালিক রফিকুল ইসলামের ৩০ হাজার টাকা জুয়েল মিয়ার ২০ হাজার টাকা ও গোলাম মোস্তফার নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় র্যাব দিনাজপুরের সদস্যরা তাঁকে সহযোগিতা করেন।