নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ। দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দূর্ঘটনায় সুফিয়ান কবিরাজ(৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। সে উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের ইটাখুর গ্রামের বাসিন্দা। অনত্র থেকে এসে সেখানে বসবাস করায় তার পিতার নাম জানা যায়নি। নিহতের নিকট আত্মীয় সূত্রে জানা যায় আজ বুধবার সকাল ৭টার দিকে সুফিয়ান কবিরাজ মটর সাইকেল যোগে বাড়ী থেকে ভাদুরিয়া যাওয়ার পথে রতœাদিঘি নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।