নবাবগঞ্জ(দিনাজপুর)থেকে সৈয়দ হারুনুর রশীদ।
দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ অভিযান পরিচালনা করে ৫ জন সাজাপ্রাপ্ত আসামী সহ ৮ জনকে গ্রেফতার করেছে।আদালতের গ্রেফতারী পরোয়ানা মূলে গত সোমবার তাদের নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের গতকাল মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায় আদালতের সাজাপ্রাপ্ত গ্রেফতারকৃতরা হলো ফতেপুর মাড়াষ গ্রামের আমিরুল ইসলামের ছেলে বাবুমিয়া(৩৮) শেরনগর গ্রামের মৃত
নাসির উদ্দীন মন্ডলের ছেলে আবেদ আলী(৬০) ও তৈয়ব আলী(৬২) ও লোকা গ্রামের মৃত গোলজার হোসেনের স্ত্রী বুলবুলি আকতার(৬০)। আদালতের গ্রেফতারী পরোয়ানা মূলে গ্রেফতারকৃতরা হলো লাউগাড়ী গ্রামের শাহাদত হোসেনের ছেলে মো.শাহিন(৪৮) আলদাদপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে মো. লাভলু(৩৮) ও জাটিহার গ্রামের কুদ্দুস আলীর ছেলে জাহিদুল ইসলাম(৩৬)। এ ছাড়াও গতকাল মঙ্গলবার গঁাজা সেবনের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভাদুরিয়া বাজারের মৃত আলতাফ হোসেনের ছেলে
আক্তারুল ইসলাম(৪২) কে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও ১’শ টাকা
জরিমানা করেন